Categories
তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: অদিতি বসু রায়ের কবিতা
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
রুণুদি
দুঃখীদিনের পথে মনে পড়ে রুণুদির মুখ!
বিষণ্ণ রুণুদির দুই বাড়ি, রান্নার কাজ –
দুপুরে ঘরে ফিরে মনে পড়ে, চাল নেই
মনে পড়ে, সাতটাকা জোড়া ডিম – কেনা হয়নি
গত তিন দিন।- ভাবতে ভাবতে হাত কেটে ফেলা ছাড়া
উপায় নেই বলে, ব্যথা চেপে তরকারী কোটে – চা ভেজায় ।
দুঃখীদিনে , দূর থেকে রুণুদি হেঁটে যায়
ফিরে গিয়ে দেখে, ছেলেটা খেলতে গেছে –
রুণুদি চোখ বোজে – ওমনি তার মরে যাওয়া মা, দুধ দিয়ে ভাত
মেখে আনে –
মায়েরও পাথর কিছু কম নয়।
ছেঁড়া আঁচলে তবু মুখ মুছে দেয় মেয়ের –
রুণুদি পাশ ফিরে দ্যাখে বিকেল ডুবে গেছে কখন!
ছেলেটা মিড মিলের চাল ফুটিয়ে, আসন পেতেছে ঘরে
লন্ঠনের আলোয় – দুঃখীদিনটা ভাতের গন্ধে পালিয়ে যায়
আবার আসবে বলে।
বৈশাখ
যে সন্ধের বুকে শাঁখ বাজে,
তার নাম বৈশাখ –।
আগুন, ম
কবি, চলচ্চিত্র সমালোচক