| 4 অক্টোবর 2024
Categories
ভাসাবো দোঁহারে

ভাসাবো দোঁহারে: ভালবাসার কবিতা: চিঠি । অনিতা অগ্নিহোত্রী

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,চিঠি
 
ঝাপসা, জলে ভেজা তোমার চিঠি পড়ি ।
পড়ি ও দুচোখের হৃদয় ভরে ওঠে।
 
 
বর্ষা এসেছিল, মাটির খেলাঘরে
গেরুয়া জল -ভার -নমিত মেঘদল
ভাসিয়ে নিয়ে গেছে হৃদয় আবরণ
নিভিয়ে দিয়ে গেছে তোরঙ্গের যত
প্রেমের পদাবলী, না – লেখা অক্ষর।
 
 
শরৎ এল দেশে , নদীর চরে হাঁস
এসেছে ঘর বাঁধা খেলার মহড়ায়।
শুকায় ধান নারী, চাষীরা কুটো জ্বালে,
এখন রোদ, পথে চাকার রূঢ় দাগ।
 
 
তোমার চিঠি খানি কপোলে চেপে ধরি
বুকের মাঝে রাখি, এখনও দেহে তার
মুগ্ধ জ্বর -ভাব, আর্দ্র বাসনায়
পাখির মত কাঁপে, উড়ান ভুলে গেছে
হৃদয় যাতনায় স্খলিত হতে চায়।
 
থাকো হে থাকো বঁধু , হৃদয় উত্তাপে ।
বকুল সরণীর সুবাস জ্যোৎস্নায়।
অন্য জনমের আখর মুছে দেয়
আঁধার আকাশের সিন্ধু বারোয়াঁ।
 
 
ঝাপসা জলে ভেজা তোমার চিঠি পড়ি,
পড়ি ও হৃদয়ের দুচোখ ভরে ওঠে।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত