| 29 মার্চ 2024
Categories
ছড়া সংখ্যা ২০২২

সেই বোশেখে এই বোশেখে । অবিনাশ আচার্য

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
দুই বছরে বোশেখ ছিল ভিন্ন ছাঁচে গড়া
উৎসবে আর উদযাপনে হয়নি মিঠেকড়া।
নতুন বছর রঙ ছিল না সাদা-কালোয় আঁকা
হালখাতাহীন বোশেখিহীন কেমন ফাঁকা ফাঁকা!
 
বেসুরো এক সময় গেছে ছন্দছাড়া তালে
আনন্দহীন দিন গিয়েছে বোশেখ আপৎকালে।
মনের ভেতর পাথরজমা কষ্ট-কথার মেঘে
অনেক আশা লুপ্ত হলো সুপ্ত ভাবাবেগে।
 
না-ফোটা ফুল সবুজ কুঁড়ি আর যেন না ঝরে
এবার রঙিন পাপড়ি মেলুক নতুন এ বৎসরে!
এবার তবে বোশেখ আসুক নতুন উপাখ্যানে
ঘুমের শহর উঠুক জেগে সূর্য-মেঘের গানে!
 
এবার একটু আশার আলো ফুটুক চারিদিকে
আর যেন না স্বপ্নগুলো না যেন হয় ফিকে।
ভয়ের মাঝে বোশেখ তুমি অভয় দিও শেষে
শক্তি দিও সাহস দিও দৃপ্ত পায়ে এসে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত