Categories
সেই বোশেখে এই বোশেখে । অবিনাশ আচার্য
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
দুই বছরে বোশেখ ছিল ভিন্ন ছাঁচে গড়া
উৎসবে আর উদযাপনে হয়নি মিঠেকড়া।
নতুন বছর রঙ ছিল না সাদা-কালোয় আঁকা
হালখাতাহীন বোশেখিহীন কেমন ফাঁকা ফাঁকা!
বেসুরো এক সময় গেছে ছন্দছাড়া তালে
আনন্দহীন দিন গিয়েছে বোশেখ আপৎকালে।
মনের ভেতর পাথরজমা কষ্ট-কথার মেঘে
অনেক আশা লুপ্ত হলো সুপ্ত ভাবাবেগে।
না-ফোটা ফুল সবুজ কুঁড়ি আর যেন না ঝরে
এবার রঙিন পাপড়ি মেলুক নতুন এ বৎসরে!
এবার তবে বোশেখ আসুক নতুন উপাখ্যানে
ঘুমের শহর উঠুক জেগে সূর্য-মেঘের গানে!
এবার একটু আশার আলো ফুটুক চারিদিকে
আর যেন না স্বপ্নগুলো না যেন হয় ফিকে।
ভয়ের মাঝে বোশেখ তুমি অভয় দিও শেষে
শক্তি দিও সাহস দিও দৃপ্ত পায়ে এসে!