অমর একুশে -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৯৫২ সালের এইদিনে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের সামনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পাকিস্তানী শাসক আরোপিত ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল বের করে ছাত্র জনতা।
পাকিস্তানী শাসকগোষ্ঠী চেয়েছিল বাংলাকে বাদ দিয়ে জোর করে উর্দুকে চাপিয়ে দিতে বাঙ্গালির উপর। কিন্ত মাতৃভাষা বাংলার অপমান বাঙ্গালি মেনে নিতে পারেনি। বিক্ষোভে ফেটে পরে। নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবি পরে রূপান্তরিত হয় স্বাধিকার আন্দলনে। যে আন্দোলন এর প্রেরণা এবং ভাষার প্রতি প্রেমের এই উদাহরণ ছড়িয়ে পরে সারা পৃথিবীতে। পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষার প্রতি ভালবাসা জানাতে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেয় ইউনেস্কো। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ২১ শে ফেব্রুয়ারিকে।
