Categories
কবিতা: আখেরি রাস্তা । পীযূষকান্তি বিশ্বাস
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বাহারি মুদ্রিকা
তুমিও কি জানতে না
রাস্তা, আখেরে একটি রাস্তাই
রাহি বলে যাকে ভাবো,
ভটকে যাওয়া ময়ূর জানে এই ভিরানা
রিজ-কাট ঘন-ঝাঁকড়ায়
যে রাস্তা একে বেঁকে হারিয়ে গেছে জাহাঙ্গীরপুর
তার কেন আবার মন্দির হয়ে ওঠা ?
ঈশ্বর বড় নাজুক ও নশ্বর,
সামান্য হলুদ উত্তাপে সে দগ্ধ হয়ে যায়
হে সামান্য রাহী,তুমি এই আরাবল্লি দেখেছো
বুলডোজার দ্যাখোনি
শান্তি পথ
এতকিছু জানা,
এতকিছু দেখা স্বত্বেও এই এপ্রিলে
চানক্যপুরীর মোড়ে তুমি একান্তই রাস্তা
এই পথ কোন উত্তরণ নয়
দুধারে সবুজ রমণীয় ঘাসবন দেখে
মনে হলো, এখানে কোন আস্তাবল ছিলো
যে সবুজ নিয়ে তোমার এতটাঅহং,
যে যৌবনসহ তোমার এতটা খুলে রাখা ত্বক
বাদল নামের ঘোড়াটির কসম,
এমন গরমাগরমিতে বদনে গতরে
এই বেগেনভালিয়ার পাপড়ি বেগুনী, খাকি, নারেং
এই শান্তির পতাকা ছিঁড়ে
কখন জানি যে যুদ্ধ লেগে যায় !
ফোর্থ এভিনিউ
এখনো বর্ষা নামেনি, পানি পানিমূলচাঁদ
এখনো দেখা যায় ছুটে আসা অশ্বারোহী
সিরিফোর্ট থেকে ছুটে আসা আলাউদ্দিন
তুমি জেনেছো, সম্রাট বদল করা যায়
অথবা ছিঁড়ে ফেলে যায় পন্না ইতিহাস
তুমি জেনেছো, আমি রাস্তাও হতে পারি
জালে জড়িয়ে ফেলতে পারি
অসতর্ক রাহি, রাজধানী !
এই শহরে বহুদিন কোন বর্ষা নেই
এই জুন-জুলাই জুড়ে মরীচিকা
তুমি, জানো আমি রাস্তা
তুমি বলছো বলেই আমি রাস্তা
চোখে চিক চিক ওঠা ফোর্থ এভিনিউ ।
কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক