| 13 সেপ্টেম্বর 2024
Categories
ইরাবতী তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা

তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: কচি রেজার কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
পঙক্তি কবিতা
 
আগুন হাতে ফিরে এসেছি হে অভয়
আমার স্বপ্নাত্মা কী অন্ধ
আমি কাঁদছি না তবু আমার পিছনে ধাওয়া করে আসছে বিনাশ।
 
আজানুলম্বিত শোক আয় ঠোট মেশাই
আয় শোকের জুতো, কালো রঙ।
 
ধলেশ্বরীর ঝাঁপ খেলা পূর্বদেশীয় মাছ আমি
পেরিয়ে এসেছি বহু বর্ষার গান
ডোমেনিকানের বড়শির টোপ কামড়ে ছিঁড়ে
এখন আমি খোলা, কুমারী, নগ্ন সমুদ্রে।
 
ঘৃণা থেকে মুগ্ধতা শিখি , তুমিও শেখো
ঘৃণা লেখো সমুদ্র প্রমাণ
ঘৃণার ঘ্রাণ দেখো মুগ্ধতার সমান।
 
অর্ধেক ভালোবেসেছি বলে তোমাকে পাওয়া হল না
অর্ধেক ভালোবাসি নি বলে তোমাকে পাওয়া হল না।
 
 
 
 
ঈশ্বর
 
ঈশ্বর জানে আমি তার মতোই
কিন্তু আমি কি স্বতঃস্ফূর্ত তাকাই তার দিকে?
বরং অঙ্কুরোদগমের চক্র দেখি বিষন্ন আগ্রহে
ছোবলের ভূমিকা নিয়ে অজ্ঞাত ছিলাম
পূর্বপুরুষ যার নাম দিয়েছে শ্রদ্ধা
আমার স্বাতন্ত্র নিয়ে আজ আমি কৃষিজীবী
 
একদিন ঈশ্বরের মূর্তির চারপাশে উন্মত্ত নেচেছি
তবু কোনোমতেই তরঙ্গে ভেসে আসা ভেনাস নই
নির্দোষিতা থেকে সরে এসে অটুট গৃহপালিত বটে
এখন বিপজ্জনক আমি তার কাছেই
 
ঈশ্বরকে আমি বোকা বলি আর ঘেন্না করি
কিন্তু বাধা-বিঘ্ন পেরিয়ে চুম্বন করি তার প্রতিভা
শত ষড়যন্ত্রেও সে আমার উত্তরণ ঠেকাতে পারেনি
এখন আমার নিজস্ব একটি ঘর
শালীনতার ভান বর্জন করে একা হাতে শাসন করি সে সাম্রাজ্য
 
সেখানেও কদাচিত প্রবেশাধিকার ঈশ্বরের!
 
 
 
অপরাজিত পাগল
 
কে মনে রাখে, কেউ না? তাহলে এই লাল চোখ
না আঁচড়ানো চুল, বিষন্ন ঝোলা, চায়ের দোকান, সিগারেটের নাম, দাম, ব্রান্ড
আমি পারব না এতো মনে রাখতে
সেল ফোনের সিম পালটাও, আমি পারব না ফোন করতে
 
দেবতার গল্প শেষ,পায়ে ফুল দেয়ার গল্পও
মৃতদেহ বয়ে নেয়ার জন্যও আজ আর নেই কোনো
ডাহুক
 
আমার কাঁধের যন্ত্রণা কি বলে জানো? একমাত্র পাগলরাই অপরাজিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত