| 8 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: একলা চলো । পাপড়ি গঙ্গোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

( উত্সর্গ- শিকড়-ছেঁড়া শিখর-ছোঁয়া মানুষদের)

    

পাহাড়ের গা বেয়ে সর্পিল পথ ধরে
এগোতে এগোতে পৌঁছিয়েছি এই চূড়ায়।
কত কষ্ট করে হোঁচট খেয়ে হাঁফিয়ে হাতড়িয়ে।
কত জন মাঝপথে থেমে গেল,
কত জন পড়ে গেল খাদে।
কমতে কমতে এক সময়ে আমি একা হয়ে গেলাম।
#
প্রথম যখন চূড়ায় পৌঁছলাম
ভারি আমোদ হয়েছিল-
আমি একা পেরেছি, আর একজনও পারেনি।
এখন আর ভালো লাগে না।
নীচে কত ভিড়!
আমার ফটো তুলছে, সাক্ষাত্কার নিচ্ছে
টিভির চ্যানেলে চ্যানেলে আমার মুখ।
কিন্তু কখন যেন আপন জনেরা দূরে সরে গেছে।
#
এখন আর কোনো বন্ধু নেই
প্রতিদ্বন্দ্বীও নেই কোনো।
শত্রুরা অনেক নীচে পড়ে আছে।
শুধু সকলের চেয়ে উঁচুতে এই আমি
আর মাথার ওপর আকাশ।
#
আমি আকাশের দিকে তাকিয়ে
মনের কথা বলতে চাই।
মনের কথাও আর নেই।
আপনজন,বন্ধু, প্রতিদ্বন্দ্বী, শত্রু
কেউই না থাকলে মনের কথা থাকে!
শুধু মনে আছে
ছোটোমেয়ে গান গাইত,
”  ওলো সই,আমার ইচ্ছা করে তোদের মত
মনের কথা কই “

error: সর্বসত্ব সংরক্ষিত