| 13 ডিসেম্বর 2024
Categories
শারদ সংখ্যা’২২

শারদ সংখ্যা কবিতা: একটি কবিতার জন্য । পাপড়ি গঙ্গোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

কবিতা লিখব কবিতা লিখব ভাবি[br]
ভাবতে ভাবতে কেটেছে সকালবেলা[br]
সময় ফুরোয় তার নিজস্ব বেগে[br]
আমার কেবল রান্নাবাটির খেলা।[br]

কম্পিউটারে অফিস ফাইলে কাজ[br]
মনের মধ্যে বুনি কবিতার উল[br]
ভেবেছি, বাড়িতে ফিরেই লিখব সব[br]
অফিসের কাজ হতে হবে নির্ভুল।[br]

সন্ধ্যেবেলায় বাড়ি ফেরবার পথে[br]
কবিতা আমাকে ছাড়ে না, হয়েছে সঙ্গী[br]
সে  তো প্রিয় সখি, বুঝ্দার,সমব্যথী[br]
জীবন বইছে চেনা ছকে, বাঁধা গতে।[br]

কবিতা তোকে তো সময় দিই নি ততো[br]
তোর জন্য কি করেছি জীবনপণ?[br]
তবুও তো তুই রয়েছিস  হাত ধরে[br]
প্রাণের বন্ধু, প্রকৃত পরম জন।[br]

শৈশব সাথি যৌবন সহচরী[br]
প্রৌঢ়ত্বেও আছিস হৃদয় জুড়ে[br]
নিজের থেকে তো পৃথক করিনি তোকে[br]
হাওয়ার রূপে যে তোকে ফুসফুসে ভরি।[br]

ফুরোবে সময়,শেষের সেদিন দ্রুত[br]
এগিয়ে আসছে, থেমে যাবে কোলাহল[br]
শেষ যাত্রায় সঙ্গী থাকিস তুই[br]
তুই চিরপ্রেম,অমৃত,হলাহল। [br]

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত