শারদ সংখ্যা কবিতা: একটি কবিতার জন্য । পাপড়ি গঙ্গোপাধ্যায়
কবিতা লিখব কবিতা লিখব ভাবি[br]
ভাবতে ভাবতে কেটেছে সকালবেলা[br]
সময় ফুরোয় তার নিজস্ব বেগে[br]
আমার কেবল রান্নাবাটির খেলা।[br]
কম্পিউটারে অফিস ফাইলে কাজ[br]
মনের মধ্যে বুনি কবিতার উল[br]
ভেবেছি, বাড়িতে ফিরেই লিখব সব[br]
অফিসের কাজ হতে হবে নির্ভুল।[br]
সন্ধ্যেবেলায় বাড়ি ফেরবার পথে[br]
কবিতা আমাকে ছাড়ে না, হয়েছে সঙ্গী[br]
সে তো প্রিয় সখি, বুঝ্দার,সমব্যথী[br]
জীবন বইছে চেনা ছকে, বাঁধা গতে।[br]
কবিতা তোকে তো সময় দিই নি ততো[br]
তোর জন্য কি করেছি জীবনপণ?[br]
তবুও তো তুই রয়েছিস হাত ধরে[br]
প্রাণের বন্ধু, প্রকৃত পরম জন।[br]
শৈশব সাথি যৌবন সহচরী[br]
প্রৌঢ়ত্বেও আছিস হৃদয় জুড়ে[br]
নিজের থেকে তো পৃথক করিনি তোকে[br]
হাওয়ার রূপে যে তোকে ফুসফুসে ভরি।[br]
ফুরোবে সময়,শেষের সেদিন দ্রুত[br]
এগিয়ে আসছে, থেমে যাবে কোলাহল[br]
শেষ যাত্রায় সঙ্গী থাকিস তুই[br]
তুই চিরপ্রেম,অমৃত,হলাহল। [br]
দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পাড়ায় একান্নবর্তী পরিবারে জন্ম ও বড় হয়ে ওঠা। বিজ্ঞানের ছাত্রী হলেও সাহিত্যে আগ্রহ অতি অল্প বয়স থেকে।দায়িত্বপূর্ণ পদে চাকরি। নয়ের দশকের দ্বিতীয়ার্ধ থেকে কবিতাকে পাকাপাকি ভাবে আপন করে নেওয়া। তৃতীয় কাব্যগ্রন্থ “এক-দুপুর ভ্রমণ ” এর জন্য কৃত্তিবাস পুরস্কার প্রাপ্তি। কবিতার পাশাপাশি গল্প ও মুক্ত গদ্যও প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠিত পত্র পত্রিকায়। এই বছর প্রকাশিত হয়েছে প্রথম গল্প সংকলন।