Categories
দুটি ছড়া । আবু আফজাল সালেহ
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
পাতাঝরা চৈত্র শেষে
পাতাঝরা চৈত্র শেষে
কচি পাতার নব ডাকে
শিশু-বুড়ো নির্বিশেষে
ছেড়ে দেয় ইচ্ছা-কে।
আমের মুকুল মিষ্টি ঘ্রাণে
সজনে ফুলের উপর
মৌমাছি আর অলি মেলায়
ভ্রমর নাচে চৌপর।
কালো মেঘে ধুলো মেখে
কৃষক পেয়ে ভয়
ঘামের পরে মিষ্টি বিষ্টি
জগৎ করে জয়।
এলো রে বৈশাখ
সবুজ সবুজ কিশলয়ে
ভরে উঠে ওই শাখ
চৈত্র শেষে বছর ঘুরে
এলো রে এ বৈশাখ।
সবুজ মাঝে কুজন গুঞ্জন
সিঁদুর মেঘের হাসি
হঠাৎ-আসা উল্টা বায়ে
ধুলো রাশি রাশি।
রুদ্র বৈশাখ সতেজ সবুজ
নববর্ষের সাজে
শহর-গাঁয়ে মিলনমেলা
নানান কারুকাজে।
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট