Categories
শারদ অর্ঘ্য কবিতা: জিগোলো । মীরা মুখোপাধ্যায়
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আজ তার জন্মদিন, সম্ভবত সন্ধ্যের দিকে
মা না থাকলে যা হয়……
মায়ের অকালমৃত্যু তাকে কিন্তু স্বস্তি দিয়েছে।
ফেসবুক দেখে মহিলা বলেছিল
হ্যাপী বার্থডে নীরজ
আজ তুমি বাড়ি যাও, এনজয় ইয়োরসেল্ফ
সে একটা জিগোলো, কিচ্ছু না করতে পেরে
কাউকে না বলতে পেরে….
কিন্তু বাড়ি গিয়ে কি করবে নীরজ !
কার কাছে উপড়ে দেবে টসটসে ফুসফুস দুটো !
নীরজ তরফদার, কাউকে যে ঠিকানা বলে না
রোদচশমার নিচে চোখ ঢেকে
অফিস অফিস খেলে
সে একটা জিগোলো,আজ তার জন্মদিন
জন্ম -০৩.০২.১৯৬১। থাকেন নদীয়া জেলার শিমুরালিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ডাকবিভাগে চাকরি । স্বেচ্ছাবসর নিয়েছেন ২০১৯-এ। কবিতা লিখতে ভালোবাসেন ছোট থেকে। কিন্তু জীবনের ওঠাপড়ার কারনে মাঝের দশ বারো বছর লেখা হয়নি। তারপর আবার পুরোদমে লেখালেখি শুরু বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকাশিত কাব্যগ্রন্থ: ১. অরোরা বোরিয়ালিস ২.ছন্ন সেরেনাদ এবং