Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,জোকার

শারদ সংখ্যা কবিতা: জোকার । পৃথা দাস

Reading Time: < 1 minute

ছবিটা ভেঙেচুরে খানখান

ছিল ভাল, দেওয়ালে একা

জংধরা পেরেকের আশ্রয়ে

এখন টুকরো টুকরো হাওয়ায়

উড়ে বেড়ানো কথার মতো

ঘরময় কাঁচ পড়ে আছে —

নিঃস্ব, ধূলামলিন ছবিটা কিন্তু হাসছে

শরীরে চোট, কাটা ছেঁড়া

চিড় ধরেছে সাজানো মুখোশে

টুকরো কাঁচে মুখ ভ্যাঙচায় মুখটা ।

জোকারের আঁকা চোখ, লাল ঠোঁট

মাইম করে চলে হাসির হল্লাবোল

ওর মনের ঘরে কালো অন্ধকারে

ন্যাতানো একটা মানুষ কোণে পড়ে যায়,

চড়া মেকআপে , চোখের কোলে একবিন্দু

বিপ্লবী বিদ্রুপে জুতোর মাপে নিজেকে ভরে নেয়

নেই কে হয় , থাকা কে না থাকায় হাপিস করে

ট্র্যাপিজের ফ্ল্যাশব্যাকে ক্রমশ

পিছু হাঁটতে থাকা মোটাদাগের লোকটা

কখন বুকের মধ্যে ধাক্কা দিয়ে যায়

কেউ জানতেও পারে না —

একা জোকার —-ডিগবাজি দেয়

হাততালির ভিড়ে নিজেরাই

ধোঁকা খেয়ে যায় বোকা দর্শক

স্যাটায়ার বীরদর্পে জোকার হতে থাকে।

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>