তিনটি কবিতা । মুহাম্মদ রফিক ইসলাম
তৃপ্তি বলতে যতটুকু বোঝায়
অতীতে অতীত খুঁজে
ওড়না পরে না
মেঘ।
‘বেসরম
বেহায়া
নির্লজ্জা…’ অপবিশেষণ বাণে ঝুলে গ্যাছে কান!
কানের কাছে ঠোঁট, ঠোঁটের কাছে কান—
ঠোঁট-কানে মিল-অমিল, মতবিরোধ,
সমালোচনায়, পরালোচনায় ব্যস্ত সুশীল!
মেঘ জানে—
ওর যতটুকু নেই, ততটুকুই সান্ত্বনা;
যতটুকু থাকে ততটুকুই আত্মপ্রসাদ।
বিরামচিহ্নহীন সংলাপ
জীবনে ব্যাকরণ আছে— থাকলেও
বুভুক্ষুর আবেগে বিরামচিহ্ন নেই!
ভেবে-বুঝে বলারও দরকার নেই—
‘ভাত চাই’-প্রত্যয়টি সামনেই থাকে।
‘বেঁচে থাকার আজন্ম লড়াইয়ে
টিকে থাকাই যখন পাঠ্যসূচি!’—
সাহিত্য কি কাগজের বুকেই কারুকাজ;
গরীবের আবেগ?
সংলাপ বলতে যতটুকু বুঝি
সন্ধ্যা নামে— রাত হয়।
আঁধারের গন্তব্য? একগাল হাসিতে শুকতারা বলে—
‘দুখের সাথে সুখের দুরত্ব যতটুকু, ততটুকুই জীবন!’

জন্মঃ ৩০ অক্টোবর ১৯৮২ সালে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। পেশাঃ শিক্ষকতা। প্রকাশিত ১ম কাব্যগ্রন্থঃ ইচ্ছেঘুড়ির আকাশ (২০১৯)