Categories
শারদ অর্ঘ্য কবিতা: তিলোত্তমা, সম্ভব? । তন্ময় ভট্টাচার্য
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
কী যেন বদলে গেছে। ঘুরে-ঘুরে ঠিকানা খোঁজার
প্রয়োজন পড়ে না কোনো, সকলেই সব জানে
জেনে-জেনে বৃদ্ধ চারিদিক
এবং রাগের মুখে যা-যা বলো, সে-কথাই ঠিক
এতটা নিশ্চিত আমরা এর আগে হইনি কেন
সংশয়ে ভুগতাম, আবার জিজ্ঞেস, তবু
বিশ্বাস হত না কিছুতেই
গোপনে জীবিত ছিলে
সোচ্চার হয়েছ মানে, নেই—
এত স্পষ্ট সবকিছু, শতক এগিয়ে চলে
ভাঙনে-ভাঙনে একাকার
হাঁ করে তোমাকে দেখা, তিলোত্তমা, সম্ভব আবার?

জন্ম ১৯৯৪, বেলঘরিয়ায়। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি করেন। প্রকাশিত কবিতার বই – ‘বেইমানির যা-কিছু চিরাগ'(২০১৯)