| 8 অক্টোবর 2024
Categories
ইরাবতী তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা

তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: তন্ময় চক্রবর্তীর কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
তিনজনে ভিজতাম
 
একটা রৌদ্র পুড়িয়ে দিল মাটি
অন্য রোদ ভাঙিয়ে দিল ঘুম।
রোদ্দুর নামে ছটফটে এক ছেলে
পাড়ায় পাড়ায় বৈশাখী মরশুম।
 
রোদ যখন গাছের পাতায় একটু
রৌদ্র লিখেছে ছায়াতে তার নাম।
মেঘের আড়ালে রোদ্দুর তার খেলায়
বৃষ্টি এলে তিনজনে ভিজতাম।
 
রোদেলা বিকেল, জলের ধারে বাড়ি
রৌদ্র দুপুর, শুকোয় যারা শাড়ি
ছুটির ঘন্টা,কেউ কি বাজাল, দূরে
দিয়েছ ডাক, সকালে রোদ্দুরে
 
ভিজতে ভিজতে রাস্তা ফুরোয় বহুদূর
দগ্ধ সঙ্গী রৌদ্র রোদ ও রোদ্দুর।
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত