| 19 এপ্রিল 2024
Categories
গদ্য সাহিত্য

তমা সিরিজ ও প্রেমিক কবি সাজ্জাদ সাঈফ । অলোক বিশ্বাস 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

এমন প্রেমের কবিতায় (তমা সিরিজ : জ্বর) কবি নিজেকে নিংড়ে নিবেদন করছেন। এখন প্রেমের ও রাজনীতি বিষয়ক কবিতা লেখা খুবই কঠিন। যাই লেখা হোক না কেন, অনেক ক্ষেত্রেই অতীত নিরীক্ষাকে অতিক্রম করা একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে। সাজ্জাদ সাইফ সরকারের ‘তমা সিরিজ’ এর প্রেমের কবিতা অনেকদিন ধরে পাঠ করছি বিভিন্ন সময়। অত্যন্ত জোরালো আত্মীয় চেতনায় নিজেকে আয়নার সামনে রেখে কবি যেন কবিতাগুলো লিখে চলেছেন। প্রেমের সঙ্গে শৃঙ্গার রসভাব নিয়ে মিশে যাচ্ছে প্রকৃতি। প্রচল প্রেমের কবিতায় যে গদগদ আলাপ বিলাপ ও সংলাপধর্মিতা, সেই অতিশয় আর্ত চিৎকার থেকে সাজ্জাদের কবিতা মুক্ত। অত্যন্ত স্মার্ট ও পরিমিত শব্দে ওর প্রতিটি কবিতা পাঠকের মননকে চঞ্চল করে, কিন্তু বিহ্বল করে না। প্রেমের কবিতায় অনেক সময় যে অ্যাকাডেমিক শৃঙ্খলা রচনা করতে উদ্যোগী হন কেউ কেউ, সেই বিষয়ে সচেতন থেকে সাজ্জাদকে মৌখিক কাব্যভাষাকেই প্রাধান্য দিতে দেখছি। ওর কবিতার নির্মাণ কুশলতার দিকটিও বেশ এগিয়ে থাকা নতুন প্রজন্মের চিহ্ন বহন করে। কবিতার গঠন বিন্যাসে থাকে নিরীক্ষার ভাবনা। তমা সিরিজের এই কবিতাটিও সাজ্জাদের প্রকরণ কৌশলের অনন্য আশ্রয় হয়ে উঠলো।


আরো পড়ুন: তমা সিরিজের চারটি কবিতা । সাজ্জাদ সাঈফ

তমা সিরিজের চারটি কবিতা (পর্ব-২) । সাজ্জাদ সাঈফ


তমা সিরিজ: জ্বর[br]
সাজ্জাদ সাঈফ [br]
*
তোমার সামনে হাটু গেড়ে মাথানত বসা যায়, ফুলের টোকা, যেমন পাথরে বুক ঠুকে আরেক পাথর প্রমাণ করছে প্রেম, যেমন অস্তসমান সূর্যের সামনে থেকে আস্তে আস্তে সরে যায় ছায়ার পত্রালি আর সেইদিকে চেয়ে মনে হয় সমুদ্র ভালো ছিলো, আগজন্ম ভালো ছিলো আমাদের।[br]

মিতালি মুখর কুহু[br]
ভারী হাওয়া চোখে করে আজ দরোজায়![br]
আর কারা জিয়ানো হৃদয় ছেঁটে খোদাই করছে প্রেম, পরিচিত গানে?[br]

মনে হয় জ্বর হয়ে, মেঘ হয়ে, ঘ্রাণ হয়ে  [br]
কাছে থাকো আজ সারাদিন, খড়ের মুকুটে ছেয়ে[br]
পলির আবেগে নদী, আর অবাধ চারণভূমিতে থির ঘাসের ভরসা পেয়ে![br]

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত