| 19 সেপ্টেম্বর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য: তানিয়া চক্রবর্তী’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট




তখন


যেটা হারিয়ে গেছে, সেটা আসলে কোথাও নেই
যেটা ঘটেছিলো, সেটা তখনই ঘটেছিল

সেটা কোথাও নেই
মনে না করলে এইসমস্ত আসলে মিথ্যে
হ্যাঁ মিথ্যে,একটি স্বপ্নের মতোই মিথ্যে




এখন




এখন যা ঘটছে সে আমার কেউ নয়
আমি তার কেউ নয়


যা যা ঘটছে সে সকলের জন্য ঘটছে

এত ক্ষুদ্র এক উপাদান বলে
ইদানিং হাসি পায় রোজ


আহা কী মায়ার খেলায় নিজেকে কিছু ভেবেছিলাম!

error: সর্বসত্ব সংরক্ষিত