| 19 এপ্রিল 2024
Categories
অনুবাদ অনুবাদিত কবিতা

অসমিয়া অনুবাদ কবিতা: নন্দসিং বরকলা ‘র কবিতা

আনুমানিক পঠনকাল: 4 মিনিট

নন্দসিং বরকলকবি পরিচিতি-১৯৬৯ সনে নগাঁও জেলার দক্ষিণ পাটে জন্ম। সহকারী আরক্ষী মহাপরিদর্শক,অসম। ‘রা বাঁহর চিকমিকনি’, এবং ‘ইয়াত এতিয়াও মানুহ আছে ’ কবির অন্যতম কাব্যসঙ্কলন।সাম্প্রতিক কবিদের মধ্যে নন্দ সিং বরকলার কবিতায় ঐতিহ্য প্রীতি বিশেষভাবে লক্ষ্যণীয়।

মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ-বাসুদেব দাস


 

ফুলগুলি মানুষের চেয়ে সুন্দর[br]

ফুলগুলি মানুষের চেয়ে সুন্দর,উজ্জ্বল,প্রখর,কোমল[br]
মৌমাছি,ভোমরা,প্রজাপতির অতিথির ঘর[br]
মন্দিরের সকালের প্রার্থনা,দেবতার আত্মকথার ভাগবত,মহাকাব্য[br]

ফুলের শরীর বৃষ্টি বৃষ্টি[br]
ফুলের চোখ ধূপ-ধুনো শঙ্খ শিবের প্রদীপ[br]

মানুষের হাতে বিশ্বাসঘাতকতা করে ফুলের আত্মাকে[br]
মানুষের হাতে হাতে ফুলের মৃত্যু[br]

ফুল ফুটলে বুকের অন্ধকারের পথ আলোকিত হয়[br]
রাতে আভাস দেওয়া সূর্য উদয় হল[br]
রক্তরাঙা ফুলের আত্মা বলিদান দেয় আসনের সামনে[br]
তখনই বুকের ভেতরের সূর্য ডুবে যায় রক্তে[br]
কাঁপতে থাকে সকালের প্রার্থনা ঈশ্বরের শরীর…[br]

ফুলের বুকে প্রতিদিন বয়-নদী বাতাসের[br]
ফুলের বুকে প্রতিদিন ভ্রমে,লাফায় কৃষ্ণবাঁশীর সুরের লহর[br]

ফুল হাসলে-আমি প্রাণভরে নিজেকে খুঁজে বেড়াই[br]
ফুল কাঁদলে-কাঁদি গোপনে গোপনে[br]
ডিঙি ছেঁড়া ফুলগুলি মন্দিরে বলি হলে উত্তপ্ত হয় বুকের ধমনী[br]

ফুলের ব্যবিলনের শোকগাথায় প্রায়ই নিঃসঙ্গ হয় মাটি[br]
মাটিগুলি তথাপি গলে-চাঁদ গলে[br]
মাটির শিকড় খুঁজে বেড়ায় মানুষ এবং ফুলের ঠিকানা[br]

মাটির ফুলে কত যাগ-যজ্ঞ-পূজা,নৈবেদ্য…[br]
ভগবানকে সুখী করার স্বার্থের মহা পৃথিবীর চেতনা[br]
আসনের কুরুক্ষেত্রে পড়ে থাকে অনেক ভীষ্ম,দ্রোণ কর্ণের…ফুলের মৃতদেহ[br]

বিলের পদ্ম মূর্ছা যায় -বিক্রমাদিত্যের সূর্য স্তুতিতে[br]
অপদেবতায় পাওয়া মানুষ,[br]

অপদেবতায় পাওয়া দিন,[br]
পূজারীর ঠোঁট নাচে প্রতিটি ফুলের মৃত্যুতে[br]
পলিতে সবুজ করা বুকটা পাথর হয়ে উঠে তখনই[br]
প্রতিরাতে কুয়াশায় পুষে রাখি চাঁদের ফুল[br]
প্রতিরাতে নিঃশব্দ বাতাসে বুকের ওম দিই তারা ফুলকে[br]
সকালগুলি সতেজ,মাধুর্যময় সৌন্দর্যময় করার আশায়[br]
নেবুছেদ নেজারের দুচোখকে টেনে আনি[br]
ফুলগুলিকে বাঁচিয়ে রাখার স্বার্থে বাগিচায়[br]

মানুষ ভাবে না-মানুষের শ্মশানে যাত্রী হয় ফুল[br]
এবং আত্মার মাটিতে পুনরায় গজায়…[br]
জুঁই,টগর,শেফালি,করবী,চম্পা,গোলাপ…কেতকী…[br]

[br]

[br]

[br]

মানুষ পৃথিবীর অনন্য সম্পদ[br]

কিসের একটা চিৎকারে মাঝে মধ্যে চমকে উঠি কিসের চিৎকার ? কিসের সংকেত ![br]
মাঝে মধ্যে জানার জন্য হাঁটু গেড়ে বসি[br]
কান খাড়া করি, বুকে হাত রেখে হৃদপিন্ডের ধপধপানির আভাস নিই[br]
একদিন সূর্য ডোবার সময় বাড়ি ফেরার শেষ বাসের যাত্রী হই[br]
রঙ্গিন একটা বিকেল জিজ্ঞেস করে যাবে নাকি[br]
পাথর গুলিতে মুখ রাখি দেবতার শৃংখল শোভাযাত্রার[br]
নির্লোভ ভাস্কর্যের দরজা দিয়ে বেরিয়ে আসতে চায়[br]
সবুজ দিনের একটি আলো…[br]
সুখে না দুঃখে তোমাকে নিয়ে মুখোমুখি বসি[br]
বাতাসে ভরে উঠে বাঁশির সুরের মূর্ছনা[br]
রোদ, বাতাস, বৃষ্টি, তাড়ালেও[br]
যেতে পারি না এই বাড়ি ছেড়ে, যেন বের হলেই[br]
অন্ধকার ঘিরে ধরে[br]

কিসে ডাকে কিসে ডাকে(?) মাঝ রাতে দেখি জোনাকির শোভাযাত্রা[br]
আশীর্বাদ দিয়ে বলতে চায়[br]
মানুষ পৃথিবীর অনন্য সম্পদ[br]

চিৎকার একটার এপারে ওপারে খুঁজি আর ও একটি চিৎকার[br]
যা একটি বরগীতের সুরের মতোই স্নিগ্ধ[br]
যেন দেবতার পাথরের সাম্রাজ্যে নৃত্যরতা নৃত্য পটীয়সীর ভারতনাট্যম[br]

এক ঝাঁক সবুজ বাতাসে বসে[br]
আঁকড়ে ধরতে চাই নিজের কণ্ঠস্বর, নিজের একটা চিৎকার[br]
দুহাতের আঙ্গুলগুলি নীল রঙের– যেন হৃদয়[br]
যা হয়ে আছে নীল এবং নীল[br]
মানুষের হৃদয়ের অনন্য সবুজ…[br]


আরো পড়ুন: তরুণ হিন্দি কবির নির্বাচিত কবিতার অনুবাদ । অনুবাদক: মিতা দাস


 

[br]

উলঙ্গ সময়ের সঙ্গে[br]

কেন এরকম দিনের সঙ্গে মুখোমুখি হই[br]
যে সমস্ত দিনে ভেঙে চুরমার হয় পৃথিবীর স্বপ্ন,[br]
ব্যাবিলনের শূন্যোদ্যান ভেঙ্গে পড়ে,[br]
তাজমহলের ভেতরের মখমল যেন ছিনিয়ে নেয়,[br]
গভীর সবুজ গুলি ছিনিয়ে নেয়[br]
ক্রমশ আমি মানুষটা উলঙ্গ হয়ে পড়ি[br]
কাঁপে দুচোখ, বুক,দুই পা… [br]
কে জানি কখন মাপে আমার রক্তের উষ্ণতা![br]

কীভাবে জিজ্ঞেস করি নিজেকে কেমন আছে তোমার দিন?[br]
ভালো আছি বলে কাকে বলি, কীভাবে বলি?[br]

দুচোখ বুকের ভেতর দিয়ে এসে জিজ্ঞেস করে প্রবেশ করতে পারি কি?[br]
কীভাবে ডাকি দুচোখে কেবল যে শূন্যতা এবং আতঙ্ক![br]
এই ভয়ানক দিনগুলির ওপারে কী আছে?[br]

এরকম দিনের সঙ্গে কেন মুখোমুখি হয় নদী[br]
যা কেবল মৃতদেহ বহন করে চলেছে![br]

ক্ষুধার খবর কে রাখে- যে খবর না পেলেও[br]
স্বপ্ন দেখি বৃষ্টির[br]
সবুজ হবে পৃথিবী আকাশ ভরে উড়বে পাখি[br]
রামধেনু উঠবে, শিশুরা হাত ধরে গাইবে রঙের গান[br]
কিন্তু কার ও সঙ্গে কথা বলতে পারি না[br]
শুনতে পারিনা বুকের গান[br]
নিঃসঙ্গ শেফালিগাছ একটা[br]
কাঁপে চাঁদের আলোতে[br]

দূরে জলীয় সোনার বুকে অশান্ত পৃথিবী[br]

পৃথিবীর বাড়ে অসুখ[br]
ভাঙ্গে বৃহৎ বৃহৎ অট্টালিকা এবং[br]
রান্নাঘরে ঠাকুরমার কোলে শুনি রণোন্মাদ[br]
ঘোড়ার পদক্ষেপে এই দিনগুলির কথা… [br]

যে সমস্ত দিনে ভেঙ্গে চুরমার হয় পাহাড়-পর্বত,[br]
অঙ্কিয়া ভাওনা, পাঠশালার অ-আ-ক-খ… [br]

 

[br]

[br]

[br]

 

কোথাও ঈশ্বরের মৃত্যু হয়েছে[br]

কোথাও ঈশ্বরের মৃত্যু হয়েছে… এই খবর আপনি জানেন কি?[br]
ঈশ্বরের সন্ধানে যাওয়া রাতে গাছগুলিতে বাতাস উন্মাদ করেছিল[br]
বৃষ্টি ধান গাছগুলিকে ডুবিয়ে ফেলেছিল[br]
চাঁদ ধরে রেখেছিল তারাগুলির আত্মা[br]

ঈশ্বরের মৃত্যু হওয়ার জন্যই নাকি[br]
বর্ণহীন হয়েছে সবুজ[br]
নদীর পাড় ভাঙ্গা নিঃশেষ করে এনেছে নদীর উপত্যকা[br]

আগুন জ্বলে ছাই হয়েছিল‐ পাখি, গাছ, বাতাস, আকাশ[br]
লতার মতো বেয়ে চলো প্রেম মৃতপ্রায় হয়ে শুকিয়েছিল কোথাও[br]
ভালোবাসার আকাশ দুঃখের নোনতায় ভিজেছে[br]
চাঁদ উপুড় হয়ে পড়েছে মাটিতে[br]
বুকের সুগন্ধে ডুবে থাকা নদীগুলি শুকিয়ে এসেছে[br]

পাইন গাছের নিচে আজ কেউ বসেনি,[br]
শিশির খসে পড়া শুভ্র পাহাড়ে বিশ্রাম নেয় নি বাতাস[br]

আপনি আজ আসার কথা[br]
জ্যোৎস্না, তারা, চাঁদের বুকে বসে কথা বলার কথা[br]
নদীর তীরে বসে মাছ গুলির বেদনার কথা শোনার দিন ছিল আজ[br]
কোথাও ঈশ্বরের মৃত্যু হয়েছে… এই খবর আপনি জানেন নাকি?[br]

হ্যাঁ ,হ্যাঁ ‐-ঈশ্বরের মৃত্যু হয়েছে,[br]
না, না‐- ঈশ্বরকে হত্যা করেছে,[br]
না ,না ‐-ঈশ্বরকে অপহরণ করেছে[br]
না ,না ‐-ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করা হয়েছে[br]

তাই এতো তুফান আসছে,[br]
সুনামি গ্রাস করছে আলো,[br]
বিদ্যুতে হারিয়েছে ঈশ্বরের ঘর[br]

হ্যাঁ হ্যাঁ কোথাও ঈশ্বরের মৃত্যু হয়েছে[br]

[br]

[br]

[br]

সুখের মোনালিসা[br]

প্রত্যেক মানুষেই নিজের মুখ গড়ে, নিজেই ভাঙ্গে[br]
হাঁটলেই দুপায়ে লাগে মানুষের খুলি[br]
মানুষের জন্য কথা বলবে বলে বাতাস[br]
অপেক্ষা করে থাকে তুফান[br]

আকাশ এবং মাঠও বলতে পারেনা জীবনের অমৃত কথা[br]
এখন রামধেনু বের হবে[br]
দাদুর হাত ধরে নাতি চিৎকার করবে বৃষ্টিতে ভিজে ভিজে[br]
দুচোখে এঁকে নিয়ে মানুষের নক্সা…[br]

এখন দেখছি জ্বলে উঠে[br]
চারদিকে মানুষের সুখের মোনালিসা…[br]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত