| 19 মার্চ 2025
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: পিঠ । শ্যামশ্রী রায় কর্মকার 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

তুমি ঘুমঘোরে থাকো, নিয়ে আসি নদী কলতান
শম্বর হরিণ রাখি ঘুমের সামান্য ডান দিকে 
পলক কাঁপতে খুলে দিই নীল কুয়াশার মাঠ 
জাল্ম রোদকে বলি, সহবত শিখে ফিরে এসো 
 
যখন ঘুমাও, যদি বৃক্ষে বৃক্ষে রাখি নখদাগ! 
রাজকীয় শুয়ে আছো, জাগলেই পৃষ্ঠা উড়ে যায় 
আমি কি পাতাতে দেব বুকমার্ক, আঁষহাত, ওম?
করুণ তপস্বী পিঠে বিদ্যুৎ চালনা করি ধীরে? 
 
এ পিঠ নগর গ্রাম, এ পিঠ অরণ্য দেবালয় 
এ পিঠের মহাকাশে অষ্টবিংশ ভাগ চন্দ্রপথ
আমাকে প্রকাশ্য থেকে দূরে কে ঠেকিয়ে রাখে রোজ
জানো তুমি? কেন পাশ ফেরো না হে, অকূলসুন্দর?
 
error: সর্বসত্ব সংরক্ষিত