শারদ সংখ্যা কবিতা: কবিতার ভাঁজে । প্রাণজি বসাক
বাড়ির গেট থেকে হাইওয়ের বাসস্টপেজ
এইটুকুন হাঁটা পথেও পড়ে কবিতার ভাঁজ
মধ্যদিবসে ইস্কুল ছুটির পর হাঁটাটুকুতে মুগ্ধ
পাড়াতুত মানুষ-অমানুষের আঁকাবাঁকা নজর
পীচ রাস্তার পীচে কি আর ছবি পড়ে নিটোল
অদ্ভুত হাওয়ায় ওড়ে তোমার নিরীহ আঁচল
উড়ন্ত আঁচলের সাময়িক বৃত্তে খেলে আনন্দ
কারো মুখে রা নেই আকাশ আর মাটি যেমন
কোনোদিন কিছু বলেনি – সীমিত আয়োজনে
নিবিড় ছায়া আর একটু সময় নিয়ে আঁধারে
হেঁটে চলে কবিতার নির্বোধ শরীর অপরাহ্নে
