ফায়ার বল

Reading Time: < 1 minute
ছবিঃ সংগৃহীত

আগুনকে বশ মানাতে নানা প্রযুক্তি এসেছে দমকল বাহিনীর হাতে। এরই একটি ফায়ার বল। অনেকে বলেন, আগুন নেভানোর গ্রেনেড। দেখতে ছোট ফুটবলের মতো হলেও এটি কিন্তু হেলাফেলার বল নয়। আগুন নেভাতে অনেক দেশই এ ফায়ার বল রাখছেন অগ্নিনির্বাপণ কাজের জন্য। ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে এটি ম্যাজিকের মতোই বিস্ময় জাগিয়েছে। ফুটবলের মতো দেখতে এ বল যেখানে আগুন লেগেছে সেখানে নিক্ষেপ করলেই সেই আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ বল যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। তবে একমাত্র আগুনের সংস্পর্শে এলেই এ বল কাজ করবে। সরু গলিপথের এলাকায় যেখানে দমকলের গাড়ি ঠিক জায়গায় পৌঁছাতে দেরি হয় বা অসুবিধা হয় সেখানে প্রাথমিকভাবে এ ফায়ার বল কার্যকরী ভূমিকা রাখতে পারবে। অগ্নিনির্বাপক এ বলের মধ্যে রয়েছে জাইমোল অ্যামোনিয়াম ফসফেট; যা আগুনের সংস্পর্শে এলে অক্সিজেনকে আলাদা করে আগুন নেভানোর কাজে সাহায্য করে। তবে বলটি বিস্ফোরণ হওয়ার সময় ১২০ ডেসিবেল আওয়াজ তৈরি করবে। এ ধরনের বল তৈরি করে চীন।

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>