Categories
শারদ অর্ঘ্য কবিতা: বারান্দা । অয়ন বন্দ্যোপাধ্যায়
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বারান্দার মানুষেরা বারান্দার বাইরে
বেরোতে পারে না
পাখি এসে বসলে সকাল
বৃষ্টির ফোঁটার সাথে স্মৃতিচারণ
উড়ে আসা ধুলোয় প্লাস্টিকের ঠোঙা
কেমন দুরাবস্থা চলছে বলে যায়
রোদ উঠলে কাপড় শুকোয়
বিকেলের দিকটায় মন
দূর থেকে দূরে আকাশের লাল রঙ
ফিকে হতে হতে মিলিয়ে যায়
নিভু আলোর মায়ায় বিষন্নতা
অস্তাচলের আকাশে অনেকগুলো ফ্ল্যাটবাড়ি
রাতের দিকটায় দুটো চেয়ার পেতে বসা
একটা চেয়ার খালি থাকবে জেনেও
দুটো চেয়ার আনা
পর্দার আড়ালে বারান্দাটা ঢাকা পড়ে যায়
বন্ধ ঘরে তখন নাইটল্যাম্প
ঘুমের বারান্দায় তুলোট কাগজের মত মেঘ
স্বপ্নের রেলিঙে আলপনা আঁকে
পাশের বাড়ির মানুষের
একলা বারান্দার কথা ভেবে