Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,বিবেক

শারদ সংখ্যা: পীযূষ রাউত এর দুটি কবিতা

Reading Time: < 1 minute

ঠিক আছে কিনা

আছে কি কোন সদ্সম্ভাবনা কূট মেঘঅধিকারে

প্রিজনার আমাদের সম্ভাব্য মুক্তির?

মুক্তির প্রকৃত ব্যাখ্যা দিয়েছিলেন সেই একজন,

তিনি আমাদের রবীন্দ্রনাথ

এই মুক্তি যে সম্পূর্ণ অন্যরকম রুদ্ধশ্বাস আবহের মুক্তি।

অঙ্গ প্রত্যঙ্গে রোগ সমাহার সেতো আগেও ছিল

এখনো আছে, তদুপরি ইদানিং যুক্ত হয়েছে সৎ

ভাবে বেঁচে না থাকার শ্বাসরুদ্ধকর দুশ্চরিত্র

আবহ। আর আর সত্যি সত্যি স্বাধীনতা হীনতার সমূহ যন্ত্রণা।

কে বা কারা শ্রেষ্ঠ চিকিৎসক অভয় দিয়ে বলবে

মোটেই দূর নয় তোমাদের মুক্তি – সম্ভাবনা?

 


 


 

 

 বিবেক কেমন আছো
 

একবার অন্তত নিজেকে প্রশ্ন করো–বিবেক কেমন আছো?

নিরন্তর বয়ে যায় বয়ে যায় সেকেন্ড মিনিট ঘন্টা। জিভ- আলজিভ মৃত মানুষের মতো,

জড়ো বস্তুর মতো স্থির হয়ে আছে।

বিবেক, যা প্রকৃত, যা সত্য তা

উচ্চারণে এতো দ্বিধা কেন?

তোমার রক্তশূন্য ফ্যাকাসে মুখাবয়ব, ভয়কাতুরে দৃষ্টি কী

দেখছে ইতিউতি এদিকওদিক

কী দেখছে? মানুষ নাকি মানুষের ছদ্মবেশে হায়েনার দল?

বিবেক, থাক, মুখ ফোটে বলতে হবেনা কিছু। তবে একবার অন্তত নিজেকে প্রশ্ন

করো, তুমি কেমন আছো?

 


 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>