| 29 নভেম্বর 2024
Categories
শারদ সংখ্যা’২২

শারদ সংখ্যা: বিশ্বজিৎ দেব’র তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

ভাষারীতি[br] 

গায়ে পড়ে রয়ে গেছে রুগ্ন শাখাটি, পাতার আড়ালে,[br]
ডেকে এনে বসিয়েছে ঘুম, ছায়াগান[br]
আবিকল গাছের প্রতীক[br]

এ থেকেই বিবাহবিচ্ছিন্ন সব গেঁয়ো পথ[br]
চিহ্ন থেকে যতি, ফালা ফালা ছাঁচের টেবিল[br]
অবুঝ মাংসের রতি[br]

এ থেকেই[br]
মৌসুমী বায়ু , গাঁটছাড়া সেলাইয়ের কল[br]
এনে জুড়ে দিচ্ছে ব্যথা, লিমেরিক ভাষাদের রীতি[br]

 

 

 

[br]

 

[br]

 

লিমেরিক[br]

কে আমাকে খুঁজছে,আমিও খুঁজছি কাকে[br]
আমাদের দুজনের টয়ট্রেন[br]
গানের প্রেরণা[br]
লটকানো হাড়গোড়,হ্যাঙারের দেহ[br]
আমাদের দুজনের সমাধিও এক[br]

কে আমাকে ফেলে গেছে[br]
আমিও ভুলেছি কাকে[br]
আমাদের মিনারের স্মৃতি[br]
দুজনের মার্বেল, হঠাৎ দুপুরে[br]
মরে যাওয়া এক[br]

সামান্য আলোর সরু পথ[br]
সেও বেঁকে গেছে, সেই থেকে[br]
আমাদের বেঁকে যাওয়া[br]
ভেঙে পড়া ঘরবাড়ি এক[br]

 

 

 

[br]

 

[br]

রাতপোকা[br]

আমাদের সমস্ত কথার দিনে[br]
তুমি নীরব থেকেছ , যেরকম[br]
তারকারা থাকে, টেবিলের এক কোনে[br]
পাঠপ্রতিক্রিয়া থাকে…[br]

ছায়াদের জুড়ে দেওয়া[br]
এই সব নিখুঁত উপমা[br]
স্তুপিকৃত মাংসের মোম, এ থেকেও[br]
সরে যাচ্ছে গল্পের ঘোর[br]

রাতপোকাদের ছাইয়ের পুরিন্দাগুলি,[br]
যেখানে তোমার ফাঁদ[br]
ব্যথা থেমে গেলে[br]
চাকার বিরতি[br]

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত