বুক ডেটিং

কবিতা: বুক ডেটিং । মুম রহমান

Reading Time: < 1 minute

আমি চাই বুক ডেটিং
আমি পড়বো
তুমি শুনবে
কিংবা
তুমি পড়বে
আমি শুনবো
কিংবা
দুজনেই
চুপচাপ উল্টে যাবো
বইয়ের পাতা
আনমনে
তুমি আর আমি
মুখোমুখি
কিংবা পাশাপাশি
হাতে বই
বইয়ের পৃষ্ঠায়
মুখ ডুবিয়ে
নাক ডুবিয়ে
তুমি আর আমি আর বই
আমি চাই বুক ডেটিং
আমাদের প্রেম
বইয়ের তাকে
বইয়ের পৃষ্ঠায়
পাঠকের সমাবেশে
আমি চাই
বুক ডেটিং
একটা বই তাক থেকে
একটা বই টেবিল থেকে
একটা বই তোমার হাতে
তুলে দিবো একটা বই
তোমার কোলে
বইয়ের ঘ্রাণ
তোমার ঘ্রান
একাকার
মাঝে শুধু
হালকা সুর
বিসমিল্লাহ খাঁ
কিংবা বাখ বেটোভেন
বেজে ওঠবে
থাকবে একটু
চায়ের চুমুক
আমি চাই
বুক ডেটিং
বইয়ের পাতায়
আঙুল ছুঁয়ে
তোমাকে ছুঁয়ে
আমি চাই বুক ডেটিং
তুমি আমি আর বই মিলে
একটা অসাধারণ প্রেম কাহিনী।