| 25 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

শিশির রাজনের গুচ্ছ কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

মৃত্যু[br]
নীল জ্যোৎস্নায় ভেজা নদী; কুহক জল[br]
মৌন ক্যানভাস গাছের নিবিড়![br]
রাত পাজরে মৃত্যু আসে[br]
অথচ প্যাগোডায় ধ্যানের শব্দ[br]
মাতাল প্রেমিক[br]
প্রতিবিম্বে জোড়া ঠোঁট কেঁপে উঠে[br]

আবার জাগবো কোনো মহুয়ার জলে; মানুষের উৎসবে![br]

[br]

[br]

 

প্রতীক্ষা[br]
জানালা খোলা রেখো- নির্জন শীতে[br]
অথবা ঝুম বৃষ্টিতে[br]
আমাকে পাবে হৃদপিন্ডের অগাধ দরিয়ায়[br]
শূন্য বাবুই ঘরে।[br]

 

[br]

[br]

 

অনুভব[br]
শহর জেগে ছিলো[br]
ধ্রুপদী তন্দ্রায়[br]
হয়তো তুমিও শুনেছো ভোরের সারগম।[br]

 

[br]

 

[br]

 

সমুদ্র শহর[br]
জল শহরে বৃষ্টি; রূপকথা[br]
তোমার সেই গল্পের মতো, মিনথিলা’দি-কে মনে আছে?[br]
শামুক রঙে জ্বলজ্বল করতো তার চোখ সমুদ্র ভূমিতে[br]
সমুদ্র শহরে তাকে আর দেখি না[br]
সে ভুলে গেছে পায়েল ও মালার রঙ..[br]
ক্রেতার চোখের ইশারা[br]
এ শহরে আবার বৃষ্টি নামুক..[br]
আমাদের স্মৃতির কোরাসে সমুদ্র বিদ্যা![br]

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত