Categories
শারদ অর্ঘ্য কবিতা: প্রাত্যহিকতা । মাসুদ খান
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
কী যেন কমতি আছে আজ
কবরগাহের পেশাদার রুদালির রোদনের মধ্যে,
ভাংরির ভার-কাঁধে একা-একা হেঁটে-যাওয়া হকারের হাঁকের মধ্যে,
ব্যস্ত মায়ের পিছে ঘুরতে-থাকা শিশুটির
পুনঃ পুনঃ অনুযোগধ্বনির ভেতরে।
কিন্তু ওই তো সেই একই বিলাপভঙ্গি,
হকারের সেই দুপুর-চেরা প্রলম্বিত হাঁক
সেই একই প্লবগতি খরগোশ আর তার মরমিমধুর চঞ্চলতা,
মায়ের পিছে-পিছে শিশুর উপর্যুপরি অনুযোগধ্বনি…
আগের মতোই আছে সব।
তবু কেন মনে হচ্ছে কোথায় কী যেন খামতি আছে আজ,
ফসফরাসের, লুসিফেরিনের!
কবি