| 29 নভেম্বর 2024
Categories
ইরাবতী তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা

তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: রঙ্গীত মিত্রের কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
মানব – জন্ম
 
আমার শরীর গলে গলে পড়ছে
বিউটি টিপসের রঙ মিশেছে সুয়েজে।
কিছু নিষ্ঠুর মানুষ অফিস চালায়
পরিস্থিতি আর প্রসেসের জাঁতাকলে
জীবন ভাড়া নিয়েছি।
 
আমাকে প্রেম দেয়নি বলে
আঙুরটা এখনো টক।
 
চিনির ঢেলার উপর মৃত একদল পিঁপড়ে
মানুষের ভবিষ্যৎ।
 
 
অর্থ
 
ফেসবুকে মেয়েদের ছবি লাইক করতে করতে
আমার ভিতরের যৌন পুরুষ —- যেরকম ভাবে তুমি আশা দিয়ে
প্রোফাইল ব্লক করেছিলে
যেরকম রাতের দেরাদুনে শীত লাগে।
আমি এখনো বুঝিনি, কি করে মানুষ প্রেম করে ?
নীরবতায়
গঙ্গা জল মিশিয়ে
ধর্ম ছড়িয়ে আছে, চারদিকে।
আমি আমার শিকড়টাকে লেজের মতো টেনে নিচ্ছি
আমি দেখেছি শয়তান হয়েছে, মহান ঋষি।
 
তোমার নামের অর্থ খুঁজতে গিয়ে
ছেড়ে যাওয়া ছাড়া আর কিছু নেই।
 
বিচ্ছেদ আর মুক্তি কি এক হয়ে গেলো, তাহলে!
 
 
 
আমার দেশ
 
চে না নেতাজী?
তর্ক করে যাওয়া এই গ্রীষ্মকালে
আমি নিজে, ঘামে ভিজে যাই।
মেকি আর উগ্র নিয়ে চলে যাচ্ছে বিজ্ঞাপন
মিথ্যেরা পোস্টার লেখে।
আমরা ভাবিনি, মহাপুরুষদেরও ভুল আছে
যাকে তুমি করেছো অবজ্ঞা
সেই আলো হয়ে গেছে।
তাও গান শুনলে, তোর কথা মনে পড়ে
কিন্তু ওরা আমার ভাষা বোঝে না।
এই বৈশাখের পাহাড়ে
গ্লোবাল – ওয়ার্মিং চুমু খায় কিয়োটো প্রোটোকলে।
এস-ডি-জি ভেসে যায় কালো তেলে
কালো রঙ ছেয়ে আসলে,বৃষ্টি হয়।
 
যে ছেলেটি লাল পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে
তার হাত ধরে, আমার দেশ
আবার ভালোবেসে ফ্যালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত