তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: রাজদীপ পুরীর কবিতা
‘যোগী মৎ যা’
সিনেমার পর্দার মতো এইখানে ঝুপ করে সন্ধ্যে নামে—
স্বপ্নের নায়ক বাস্তবের মাটিতে হেঁটে গেলে তাঁকে কি আর
অতটা অলৌকিক মনে হয়?
নিখুঁত মেকআপে আমরা সযত্নে যে দূরত্ব লালন করি
দিনশেষে আলো দিয়ে ঘষে ঘষে তা তুলে ফেলার পর
ততটাই অন্ধকার ঘিরে থাকে আমাদের— প্রবল বিদ্যুৎশব্দে
ধসে যাওয়া ক্লান্ত চাঁদের গায়ে আমরা উৎসারিত করে দিই
দিনযাপনের গান—
ওঁ শ্রীকৃষ্ণ সহায়
তোমার কড়ে আঙুলে যে এতটা মুগ্ধতা জমা ছিল—
ঘর ভর্তি লোক ঘুণাক্ষরে টের পেল না তার…
নিধিবনে তখন দানা বাঁধছে ধূ ধূ সন্দেহ, যারা সদ্য উড়তে শিখেছে
তাদের নির্লজ্জ ছায়া এসে পড়ছে শ্রীকৃষ্ণের গায়ে, তটস্থ গোপিনীরা—
গেল গেল রবে দু’হাতে চোখ ঢেকে ফেলছে প্রবীণেরা…
অথচ কোথায় কি— তোমার কড়ে আঙুলে যে এতটা মুগ্ধতা জমা ছিল—
তোমার পাশের লোকটিও ঘুণাক্ষরে টের পেল না তার

কবি, সম্পাদক ও চিত্রশিল্পী।