লুইস সুয়ারেজের দলবদল নিয়েও কত কিছু গোপন করেছে বার্সা!
লুইস সুয়ারেজের আতলেতিকোতে যাওয়ার চুক্তিটা নিয়ে যেন শুরু থেকেই সবাইকে একটু ধোঁয়াশায় রেখেছে বার্সেলোনা ও আতলেতিকো।
গত ছয় বছরে মেসির পাশে থেকে বার্সেলোনার বড় বড় সাফল্যের অন্যতম রূপকার ছিলেন এই সুয়ারেজ। ২০১৪ সালে ক্যাম্প ন্যুতে যোগ দেওয়ার পর থেকে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করে নিজেকে বার্সায় অপরিহার্য করে তুলেছিলেন। সেই সুয়ারেজকেই যখন আতলেতিকো মাদ্রিদের মতো লিগপ্রতিদ্বন্দ্বীর হাতে ছেড়ে দিল বার্সেলোনা, আলোচনার জন্ম হয়েছিল বেশ। তাও কিনা ফ্রিতে!

ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমানকে আতলেতিকো থেকে দলে নেওয়ার জন্য আতলেতিকোতে গ্রিজমানের বাইআউট ক্লজের পুরো ১২ কোটি ইউরো দিয়েছিল বার্সা। যদিও দলবদল শেষে আতলেতিকোর প্রধান নির্বাহী গিল মারিন তখন দাবি করেছিলেন, ১২ কোটি নয়, গ্রিজমানের বাইআউট ক্লজ ২০ কোটি। এ নিয়ে দুই ক্লাবের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়েছে বেশ। শেষমেশ আদালত পর্যন্ত যেন ঘটনাটা না গড়ায়, তাই দুই ক্লাবের মধ্যে রফা হয়, ৫০ লাখ ইউরোর তিনটা কিস্তিতে আতলেতিকোকে আরও দেড় কোটি ইউরো দেবে বার্সেলোনা। সঙ্গে উরুগুইয়ান সেন্টারব্যাক হোসে মারিয়া হিমেনেজ ও স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজ যদি ক্লাব ছাড়েন, তাহলে বার্সা যেন বিড করার প্রথম সুযোগ পায়, সে সুযোগও কাতালানদের দিয়ে রেখেছে আতলেতিকো। এখন সুয়ারেজ বাবদ এই ৫০ লাখ দলবদল ফি ওই দেড় কোটি ইউরো থেকেই কেটে রাখবে আতলেতিকো!
ফি যতই হোক না কেন, সুয়ারেজ আতলেতিকোয় এসে নিজেকে প্রমাণ করার তাগিদে যেভাবে খেলছেন, সেটা কমই লাগার কথা আতলেতিকোর কাছে এখন!

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।