| 10 নভেম্বর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য: গুচ্ছকবিতা । সেলিম মণ্ডল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
মেয়েটি
বিবাহের বয়স হল, কিন্তু মেয়েটি কোনোদিন খোঁপায় ফুল গুঁজল না। যেদিন ইচ্ছে হল, সেদিন জঙ্গলে গিয়ে হারিয়ে গেল। পরে জানা গেল—  মেয়েটিকে সাপে কেটেছে। তবে তখন তার খোঁপায় ছিল লাল কৃষ্ণচূড়া… ফুলগুলো এত সুন্দরভাবে খোঁপায় গোঁজা, কিছুতেই চোখ ফেরানো যায় না… ছলছল করে…
মাথার গণ্ডগোলে মেয়েটি শিশুর মতো থেকে গেল। বুঝল না, কোনটা ভালো বা মন্দ… মেয়েটি আসলে শিশু থাকতেই চেয়েছিল, সবাই তাকে প্রাপ্তবয়স্ক ভেবে রাঙিয়ে দিতে চেয়েছিল সিঁথি…
মেয়েটির আর কেউ নেই। একা। একটা গাছ তার বন্ধু। সে গাছটিকে জড়িয়ে ধরে শুধু কাঁদে। যেদিন ঝড়ের রাতে গাছটি ভেঙে গেল, সেদিন মেয়েটি সারারাত গাছটিকে পাহারা দিয়েছিল। তবে সে পারেনি। পাতাগুলো উড়ছিল, ভীষণভাবে উড়ছিল।

আরো পড়ুন: শারদ সংখ্যা সিরিজ কবিতা: পাথর মন্ডল । মঈনুস সুলতান


শত্রু
ঘন ঘন তোমার কাছে এসে গল্প করবে
একের পর এক কাপ চা খাবে
শোনাবে তার জমানো দুঃখের গল্প 
তোমার চোখ ছলছল করে উঠবে
মনে হবে, আকাশে ঘন মেঘ, এখুনি বৃষ্টি নামবে
কিছুক্ষণ পরই দেখবে, সে—
তোমার সুন্দর রুমালখানা চুরি করে পালিয়েছে…
আজব জন্তু
দূর জেলার কোনো বাঘ কলকাতায় ঢুকে পড়লে
কলকাতার পশুপ্রেমীরা মাংস ছড়িয়ে বশে এনে ফেলে
আর বাঘ হয়ে ওঠেনি এমন কোনো প্রাণি ঢুকে পড়লে
প্রথমেই জাল ফেলে দেয়..
তারপর চিড়িয়াখানায় ঢুকিয়ে লোক দেখিয়ে বলে—
দেখো, সংগ্রহে আজব এক জন্তু এসেছে…
প্রেম
যে প্রেম খালি পায়ে আসে তার পায়ে নুপুর পরিয়ে দেখেছি—
সে রোগা, শীর্ণকায় 
তার মলের ঝনঝন আওয়াজে আকাশ থেকে ঝরে পড়ে কান্না
জুতো পরে প্রেম আসবে বলে অপেক্ষা করি
একদিন পাঁচমাথার মোড়ে দেখি— সেই হৃষ্টপুষ্ট প্রেম
তবে তার জুতোর ফিতে ছেঁড়া
অনেকদিন পর, নতুন জুতো পরে নতুন ফিতের প্রেম এল
সে পথ ছেড়ে, পথের দিকে পালাচ্ছে তো পালাচ্ছেই…
error: সর্বসত্ব সংরক্ষিত