শারদ সংখ্যা: দুটি কবিতা । স্বপন নাগ
সন্ধ্যা
সন্ধ্যা-র কথা মনে পড়ে গেল
সন্ধ্যা কোনো মেয়ে নয়
বেলাশেষের রাত্রিসূচনাকারী সন্ধ্যা
অনেকদিন আগের এক সন্ধ্যায়
গাছগাছালিতে ঢাকা পাড়া গাঁ-র পুকুর পাড়ে
দেখেছিলাম গা ছমছমে এক দৃশ্য
গাছের আড়াল সরিয়ে বড় একটা চাঁদ
গা ডুবিয়ে ভাসছিল পুকুরের জলে
জল আর চাঁদের সে প্রণয়দৃশ্য
আজ অব্দি তুলিকলমে আঁকতে পারিনি
আজ আবারও, এতগুলো দিনের শেষে
সন্ধ্যার কথা যখন ভাবি, ভাবি সেই দৃশ্যের কথা
মনে হয় আমাদের জীবন থেকে
সন্ধ্যারা চলে গেছে অন্য পৃথিবীতে।
যোগ্যতা
ন-য় ঋ-ফলা, অর্থাৎ ‘নৃ’
আমি উচ্চারণ করতে পারি না
নৃত্য বলতে গেলে নিত্য বলি
নৃপতি বলতে চাই, বলি নিপতি
হৃদয়ও কি উচ্চারিত হয় যথাযথ
এরকম কত ভুল আমার সঙ্গে রয়ে গেছে
সংশোধনেরও যোগ্যতা নেই আমার
এই ভুল আমি জানি
এই ভুল আমি মানি
আরও কত ভুলই তো করি
বিলক্ষণ জানিও তাদের
অথচ মানব, সে যোগ্যতাও যে নেই!

অনুবাদক