| 25 এপ্রিল 2024
Categories
ইরাবতী তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা

তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: সুবীর সরকারের কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
গিটার
 
আপেল খেতে খেতে ঢুকে পড়ি কনফারেন্স রুমে
ধাক্কা খাওয়ার আগে দেখে নিতে থাকি
রুমাল ও পিচকারি
বোতাম ছিঁড়ে যাওয়া জামা।
হলুদ বেড়ালের থাবা।
চিত হয়ে শুয়ে আকাশ দেখি।
ফিসফিস শব্দের ভেতর গিটার
নামছে
 
 
 
 
ফ্রেম
 
ভাঙা চশমা জোড়া দিয়ে সরাসরি সেলাইকল
ব্যাটারি খুলে রাখি পুরনো মেলার মাঠে
লোকমেলা থেকে কিনে আনা টুপি
ক্লাউনের হাসি দেখে বাদামবিক্রেতা উঠে
দাড়ান
 
 
 
 
 
 
ডায়েরি
 
মেঘেদের আস্তাবল,নিচু হয়ে ঢুকে পড়া
কত কথাই তো হয় নদীর ধারে দাঁড়িয়ে
ঢেকে দিন হত্যাকাণ্ডের দৃশ্য
বিদেশী অতিথি এলে মোম জ্বালাতে
হয়
 
 
 
 
কান্না
 
আর জল স্তম্ভ পেরিয়ে যেতে চাওয়া সমুদ্র পাখি
আর দংশন সেরে ফিরে আসতে থাকা সাপ
এরপর শূন্য সিঁথির গল্প।
কান্নার ভেতর দিয়ে কেবলই তোমার কাছে
যাওয়া
 
 
 
 
 
বাঁশি
 
এদিকে মহিষ খুঁজে নিচ্ছে কাদার আরাম
হিংসুটে মেঘ দেখে বাঁশি বাজাতে শুরু করি
ঘোর ফিরে আসে।
জ্বর ফিরে আসে।
শপিং মল ও হাইরাইজ জুড়ে অনলাইন
মার্কেট
 
 
 
 
ডায়েরি-২
বরফ খণ্ড কিংবা আলপিন লিখে বেশ তবে শুরু
করে দাও
গোলকিপার ছুটে বেড়াচ্ছেন গোলপোস্টহীন মাঠে
সাইডলাইন ভালোবাসি।
ভালোবাসি হাডুডু ও তেতুঁল পাতা।
রেফারির লাল কার্ড উড়ে আসে ডায়েরির
পাতায়
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত