| 19 এপ্রিল 2024
Categories
ইরাবতী তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা

তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
 
রঙের পৃথিবী
 
রঙ করা পৃথিবীর
সামনে
আরও এক রঙ করা পৃথিবী
আমি
আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি
হেলানের যে মানে হয়
তার সঙ্গে রঙের নাটক খাপ খায় না
তবুও রঙের পৃথিবী
উঠে দাঁড়ালে
হেঁটে গেলে
ছবিঘর থেকে দলবল বেরিয়ে আসে
শুধু
আকাশে হেলান দেওয়া মানুষটি
সোজা হয়ে দাঁড়ালে
মেঘলা দিনে
সাদা কালোর পাহাড় নিয়ে গান লেখা হয়।
 
 
 
 
 
 
 
 
 
সাদা পাতা সবুজ পাতা
 
অনেকখানি সরে যেখানে এসে দাঁড়িয়েছি
সেখান থেকে পাতা অনেকটাই দূর
 
সাদা পাতা না সবুজ পাতা
ঠিক বোঝা যাচ্ছে না
এখন আর হাসতে হাসতে পাতা খোলে না
সাদা পাতার সামনে
সবুজ পাতার সামনে দাঁড়ালে
সবকিছু সামনে এসে যায়
 
সামনে কে দাঁড়াবে?
পাতা থাকে
সবাই জানে সাদা সবুজ ইতিহাস
কিন্তু সামনের সামনে
কেউ কোনো অঙ্ক নিয়ে আসে না
পাতায় পাতায় খাঁ খাঁ দুপুর।
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত