দুটি ছড়া । হরিৎ বন্দ্যোপাধ্যায়
নিজের নাম
একটু একটু বাড়ছে গরম
একটু একটু ঘাম
লিখছে গায়ে ফাগুন হাওয়ার
গ্রীষ্ম নিজের নাম।
সাতসকালে জানলা দিয়ে
আসছে মিষ্টি হাওয়া
বাড়লে বেলা মাঝে মাঝেই
বইছে লু-এর হাওয়া।
বাড়ছে বেলা আস্তে আস্তে
ছোট্টো হচ্ছে রাত
এক ঘুমেতেই হবে সকাল
রোদে কপোকাত।
এমনি করেই বদলে যাবে
ভীষণ ত্রাসে সৃষ্টি
সারাটা দিন আকাশ থেকে
ঝরবে আগুন বৃষ্টি।
উদার পালক
হাজার হাতে দাঁড়িয়ে আছে
মাথায় নিয়ে ছাতা
সকলকে সে খাওয়াবে একা
রান্নাঘর তো পাতা ।
যতই তুমি মারো তাকে
সে তোমাকে ডাকবে
সবার মাঝে দাঁড়িয়ে থেকে
আলো হাওয়ায় রাখবে ।
নাক দিয়ে যা নিচ্ছো তুমি
দু’হাত ভরে দিচ্ছে
তোমার ছাড়া বিষের ডালি
দু’হাত দিয়ে নিচ্ছে।
এমন বন্ধু কোথায় পাবে
এমন উদার পালক
স্বার্থ ভুলে আগলে রাখে
সারা বিশ্বলোক।

কবি