| 20 এপ্রিল 2024
Categories
ইরাবতী তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা

তৃতীয় বর্ষপূর্তি সংখ্যা: চৈতালী চট্টোপাধ্যায়ের কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বিষ
 
আমার লেখার খাতা ভ’রে
শুঁয়োপোকাদের রোঁয়া ওড়াউড়ি করে।
রক্ত পড়ে না, অস্বস্তি আছে।
ভ্রম, মাথায় পৌঁছে যাওয়া আছে।
আর্তি ও অপমান নিজেদের রং বদলায়।
প্রতিবাদ, প্রতারণা শ্রেণীচরিত্র পাল্টে নেয়।
ফলে, আমি খুব সুখে থাকি।
আমার লেখার খাতা জঙ্গলের মধ্যে পড়ে থাকে
 
 
 
 
 
খবরের কাগজ পড়ার পর
 
অঝোরে বৃষ্টি নামলে,
কাপড় শুকোনোর তারে সারিসারি জলবিন্দু যেযন,
মন, দুলছে তেমন!
সে,বিশ্বদর্শন করছে,
আর, মাঝে মাঝে আতঙ্কে
মা মা বলে ডেকে উঠছে!
বাইরের কটুগন্ধ প্রকট হলেও,
মুখ খুলছে না পাব্লিক…
 
মন, তুমি ভ্রমণে যাবে ?
‘না,একটু পরেই ঝরে যাব।’
 
 
 
লিভ-ইন
 
ভালোবাসি খুব ভালোবাসি ওই মেয়েটাকে,
যে আমাকে কুন্দফুল বলে ডাকে, তাকে!
সে যেন কী অপরূপ বিশ্রামে ভরে দেয় আমার শরীর।
সে স্রেফ চোখের দিকে চেয়ে
আমাকে ভিজিয়ে দিয়ে
নিজেও ভিজলো!
‘এভাবে কি চলে?’ বলে,
পাড়াপ্রতিবেশী ঘরে থুতু ফেলে গেছে।
‘উচ্ছন্নে যাও,’বলে, অভিভাবকেরা ফিরে গেছে।
এরপর আমরা দুজন,
একে অন্যকে নিয়ে
স্বর্গে নেমেছি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত