| 24 এপ্রিল 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

নওশাদ জামিলের কবিতা

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

আজ ১ মে কবি, সাংবাদিক ও কথাসাহিত্যিক নওশাদ জামিলের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


 

হৃদয়ের আলপথ

মাঠের ভিতর দিয়ে আমি ছুটে যাব
অনেক অনেক দূরে— সূর্যাস্তের কাছে
জীবনমৃত্যুর মাঝে আবার দাঁড়াবো
আবার হৃদয়ে নেব শূন্যতা, স্তব্ধতা
এমন নীরব হবো যেন কোনোদিন
ছুঁইনি তোমার ঠোঁট, হৃদয়জমিন
এমন স্থবির হবো যেন কোনোদিন
শিখিনি সাঁতার অশ্রুনদীতে, সাগরে!

খরস্রোতা নদীর মতন যেতে যেতে
হারাবো অচেনা নদীমূলে, অন্ধকারে
মায়ার ভিতরে কেউ যদি ডেকে যায়
আকস্মিক তাকাবো পিছনে— তারপর
হৃদয়ের আলপথ দিয়ে ছুটে যাব
অনেক অনেক দূরে— একান্ত নিভৃতে।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

প্রত্নলিপি

তোমার ইশারালিপি পাঠ করি ধীরে
মনে হয়— আমরা ছিলাম মুখোমুখি
গুহার ভেতরে, অগ্নিপরিখার ঘরে
একদিন— নিজেরই গলার স্বর শুনে
বুঝি যে চিৎকারে কেঁপে ওঠে শিলাখণ্ড
দুলে ওঠে প্রত্নত্রস্ত পূর্ণাঙ্গ শরীর
এতদিন কী দেখেছি— একে একে বলি
গুমোট, দুঃসহ, ভারি সেই নীরবতা।

অগ্নিপরিখার ঘরে— দাঁড়াই আবার
দেখি আজ হাওয়ায় দুলছে বনলতা
কাঁপছে উদ্ভিন্ন স্তন তীব্র শিহরণে
একদিন— নিজেরই গলার স্বর শুনে
বুঝি যে বিস্ফারে কেউ চলে যায় দূরে
কেউ থেকে যায়— মুখোমুখি গুহাঘরে।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

নোঙর

গভীর গহনস্রোতে চোখ রেখে বলি
হাতে হাতখানি ধরো— এসো, ঝাপ দিই
অতল জলের পিঠে ভাসাবো সংসার
পাখায় পাখায় মেলে দেব লীলানাট
হাতটি বাড়াও স্রোতস্বিনী— ভেসে ভেসে
স্বপ্নে-পাওয়া ভেলা নিয়ে যাবে দূরদ্বীপে
হৃদয়বরণ ঘাটে যদি থামে ভেলা
মনে রেখো প্রেম এক রহস্য নোঙর!

হৃদমূলে, রক্তস্রোতে কী এক দহন
হাতটি বাড়াও স্রোতস্বিনী— ঝড়জলে
ভেসে ভেসে পাড়ি দেব প্রলয়পিঞ্জর
কোথায় সে দূরদ্বীপ, জলে ভেজা ঘাস?
প্রেমের প্রবালদ্বীপে চোখ রেখে বলি
জীবন কি শুধু ভেসে যাওয়া, ডুবে যাওয়া?

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

বৃষ্টি নদী

চোখের কোণে নামল টলোমলো
বৃষ্টি নদী, ভিজল দুইধার
অন্ধকারে কাঁপছে সরোবর
স্তব্ধ হলো হৃদয় পারাবার!

বৃষ্টি মুছে আঙুর মেখে ঠোঁটে
নামল ঝড় তোমার সিঁথিজুড়ে
হঠাৎ করে তীব্র ঢেউ আজ
তুফান বেগে আছড়ে পড়ে দূরে।

বৃষ্টি দেখে জোরসে দাও টান
আয় রে নদী, ভিজুক চারপাশ
আঁধার রাতে কাঁপছে সরোবর
বুকের কাছে ভাসল রাজহাঁস।

অন্ধকারে তোমার ঠোঁটে ঝরে
আর্দ্র মধু, প্রেমের নিরাময়
মুগ্ধ হয়ে উঠল ফুঁসে জল
ভাসল তরি, নাই রে কোনো ভয়!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

ভুলের ভ্রমর

সমস্ত চিন্তার বাঁকে স্পষ্ট মুখ, মেঘ
হঠাৎ আকাশ ভেঙে নামে ঝোড়োবেগ
অন্ধকারে হেসে ওঠে তার এলোচুল
ঢেকে দেয়– বলে, তবু ছিল কিছু ভুল?
প্রেমের পরিধিপ্রস্থ তুমি জানো যদি
গোপনে বাজাও কেন বাঁশি নিরবধি?
ওহে মম রাধা, আমি তোমারই শ্যাম
তুমি বলো স্পর্শখেলা, আমি বলি প্রেম!

নিশিবনে নীরবে ফুটেছে নাভিতল
ডুবুরির বেশে খুঁজি তোমার অতল
চোখের ইশারা দিয়ে ভুলের ভ্রমর
হেসে ওঠে, বলে, প্রেম সত্যিই অমর
হৃদয় আগলে রাখি– কেটে যায় বেলা
আমি বলি প্রেম, তুমি বলো স্পর্শখেলা!

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ছায়াযান

আকস্মিক প্রশ্ন করি: তুমি কি কখনো ক্লান্ত হও?
কুয়াশার তন্তুজালে মিশে আছে মুখ-হিম ঘেরা
হিমাঙ্কের অনেক গভীর থেকে মেলে না উত্তর
যখন দেখেছি তাকে– চোখের কোণায় দাগ ছিল
নতমুখে ছিলাম দাঁড়িয়ে–সেদিন বলিনি কিছু
কী খবর? ভালো? স্মিত হেসে চলে গেল ছায়াপিণ্ড
জন্মান্ধের মতো থাকি–হৃদয় উজার করে দিয়ে
ডুবে আছি, মজে আছি–ছিটেফোঁটা ক্লান্তি নেই মনে।

আকস্মিক প্রশ্ন করি: বলো কাকে বলে ভালোবাসা?
স্মিত হেসে উড়ে গেল ছায়াযান–দূর নভোদেশে
রৌদ্রতপ্ত দিন যায়, ঘূর্ণাবর্ত রাত যায় একা
এত দাহ, এত জঞ্জাল–আমি তাকে পাই না তো খুঁজে
কুয়াশার ক্যানভাসে আঁকা দুটি চোখ–তাকে বলি
হৃদয়ে জেগেছে প্রেম–ক্লান্তি আর করে না তো স্পর্শ!

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত