| 24 এপ্রিল 2024
Categories
ছড়া সংখ্যা ২০২২

দুটি ছড়া । কর্মকার অনুপ কুমার

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বর্ষ বরণ
 
আজি নবরুপে সাজিয়ে নাও
পূর্ণ করে প্রাণ,
পুরাতন কালো ঝেড়ে ফেলে দাও
শুদ্ধ পুস্প ঘ্রাণ।
 
গেয়ে আজ রবীর গান
নব এ বর্ষ লও বরিয়া,
বাঙালী মনে জাগুক প্রাণ
দুঃখ কষ্ট পাছে ফেলিয়া।
 
আলো জ্বলুক, রঙিন হোক
হোক নব সূর্যের উদয়,
নবীন প্রবীন হেথায় মিশুক
পূর্ণ করে বাঙালী হৃদয়।
 
দূর করে সব নিকষ্ কালো
মঙ্গল বারতা পড়ুক ছড়িয়ে,
এ প্রভাতে আসুক নতুন আলো
সব বাঙালী পড়ুক বেড়িয়ে।
 
শুভারম্ভের শুভ এ ক্ষণে
হোক আনন্দ হোক হর্ষ,
মঙ্গল যাত্রা শুরু হতেই
শুরু হোক নববর্ষ।
 
 
অপ্সরা ও একটি আদিম প্রশ্ন
 
চোখেতে চপল রেখা বাহুতে উল্কি আঁকা
নাম তার সুনয়নী কঙ্গনা
কোমরে অমল হেম বক্ষে যুগল প্রেম
যেন রুপোলী চাঁদ অঙ্গনা।
 
হাতেতে আঙ্গুল চোখা নখেতে লালচে রেখা
ঠিক যেন পটে আঁকা শিল্প
এই বুঝি নড়ে ওঠে ফুলগুলো ঠোঁটে ফোটে
ফিক করে হেসে উঠে অল্প।
 
গোড়ালি আলতা আঁকা হেঁটে চলে দুলে বাঁকা
পথ যদি কবি হয় ক্ষতি কি
কপালে লালচে গোল ঢেউ তোলে গালে টোল
বলে উঠি হব আমি রথী কি?
 
সিঁথিটি রাঙিয়ে লাল ঘরে তুলে নেব কাল
পড়ে গেছি প্রেমে আজ রমণী
বাজিলে শঙ্খ শাঁখ ঘোমটায় ঢেকে নাক
আসবে কি হয়ে মোর ঘরণী?
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত