| 29 মার্চ 2024
Categories
শারদ সংখ্যা’২২

শারদ সংখ্যা: পীযূষ রাউত এর দুটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

ঠিক আছে কিনা [br]

আছে কি কোন সদ্সম্ভাবনা কূট মেঘঅধিকারে[br]
প্রিজনার আমাদের সম্ভাব্য মুক্তির?[br]
মুক্তির প্রকৃত ব্যাখ্যা দিয়েছিলেন সেই একজন,[br]
তিনি আমাদের রবীন্দ্রনাথ।[br]
এই মুক্তি যে সম্পূর্ণ অন্যরকম রুদ্ধশ্বাস আবহের মুক্তি।[br]
অঙ্গ প্রত্যঙ্গে রোগ সমাহার সেতো আগেও ছিল[br]
এখনো আছে, তদুপরি ইদানিং যুক্ত হয়েছে সৎ[br]
ভাবে বেঁচে না থাকার শ্বাসরুদ্ধকর দুশ্চরিত্র[br]
আবহ। আর আর সত্যি সত্যি স্বাধীনতা হীনতার সমূহ যন্ত্রণা।[br]

কে বা কারা শ্রেষ্ঠ চিকিৎসক অভয় দিয়ে বলবে[br]
মোটেই দূর নয় তোমাদের মুক্তি – সম্ভাবনা?[br]

 

[br]

 

[br]

 

 

 বিবেক কেমন আছো [br] 

একবার অন্তত নিজেকে প্রশ্ন করো–বিবেক কেমন আছো?[br]
নিরন্তর বয়ে যায় বয়ে যায় সেকেন্ড মিনিট ঘন্টা। জিভ- আলজিভ মৃত মানুষের মতো,[br]
জড়ো বস্তুর মতো স্থির হয়ে আছে।[br]
বিবেক, যা প্রকৃত, যা সত্য তা[br]
উচ্চারণে এতো দ্বিধা কেন?[br]
তোমার রক্তশূন্য ফ্যাকাসে মুখাবয়ব, ভয়কাতুরে দৃষ্টি কী[br]
দেখছে ইতিউতি এদিকওদিক[br]
কী দেখছে? মানুষ নাকি মানুষের ছদ্মবেশে হায়েনার দল?[br]
বিবেক, থাক, মুখ ফোটে বলতে হবেনা কিছু। তবে একবার অন্তত নিজেকে প্রশ্ন[br]
করো, তুমি কেমন আছো?[br]

 

[br]

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত