| 25 এপ্রিল 2024
Categories
ছড়া সংখ্যা ২০২২

শামস চৌধুরী রুশো’র ছড়া

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
অণুবীক্ষণে খুঁজি 
 
ভাই, দাদা, দিদি
বলুন তো, কি দিই!
এই দুর্দিনে
তাল-সুর বিনে
অণুবীক্ষণে খুঁজি
আয়ু আর বিধি।
 
 
 
 
 
 
 
.
বাচ্চু 
 
আমার এক বাচা আছে
চাচা আছে চাচু আছে, চাচ্চু
বয়স ওর দুই হবে
হাটু ছুঁই ছুঁই হবে
হাতে যদি ছুঁই তবে
মারে জোরে হাচ্ছু
আমি হেসে কুট কুট
করি ভান, দেই ছুট
বলে, ” কাকু যাচ্ছু?
তুমি খোকা ভীতু-ডিম
তুলতুল টিমটিম
একদম – বাচ্চু ! “
 
 
 
 
 
তিরানা 
 
: এটা করিস্ ওটা ধরিস্
এবার খানিক জিরা না!
: দাঁড়াও দাঁড়াও
আর খানিকটা
বাকি আছে
মাখন দধি ক্ষীর আনা।
: কে রে ওটা, ভেংচি কাটে?
পাশের বাসার মিরা না?
: তাই নাকি রে?
আসছি আমি
ঠিক ছুটাবো বীরয়ানা।
মুখে যে তোর ক্ষীর ঢুকাবো
মুড়ি কী বা চিড়া না।
আমি হলাম
মধু পোকা
কেউ বা আবার
” Bee ” ও বলে
মা-বাবা কয় ” তিরানা “!
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত