| 24 এপ্রিল 2024
Categories
চলচ্চিত্র বিনোদন সিনেমা

2.0 মুভি রিভিউ: গ্রাফিক্সকেও একহাত নিলেন রজনীকান্ত, ঠাঁই পেলেন না অক্ষয়ও !

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

অভিনয় : রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকশন

পরিচালক : শঙ্কর

সঙ্গীত পরিচালক: এ আর রহমান

রীতি : সাই-ফাই

রিলিজের তারিখ : 29.11.2018    

 

রজনীকান্ত যেখানে ভয় নেই সেখানে ! আরে বাবা এ ভয় সে ভয় নয়, বক্স অফিসে ছবি হিট হবে না ফ্লপ, তা রজনী কখনও হিসেব করেছেন নাকি ? তাঁর একটাই হিসেবে, ছবি রিলিজের পর গোটা দেশ কতটা উত্তাল হল, আর কত জলদি ৩০০ কোটির ক্লাব ছাড়িয়ে আরও উপরে ব্যবসার অঙ্ক ! তবে এসব এখন সব পুরনো ৷ রজনীকান্তের নতুন ছবি 2.0 মুক্তি পেতেই হট্টোগোল শুরু ৷ বক্স অফিসে অ্যাডভান্স বুকিংয়ের ঝড় ৷ ইতিমধ্যেই হাউজফুলের পর হাউজফুল সব কটি শো ! তা নতুন ছবিতে এবার কী নতুন ম্যাজিক করলেন রজনীকান্ত ? ভিলেন হয়ে রজনীকান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে কী ধরে রাখতে পারলেন অক্ষয় কুমার ?ছবিটা কেমন ? ভালো নাকি খারাপ ? প্রথমেই বলে রাখা দরকার রজনীকান্তের ছবি মানেই গোটাটাই এন্টারটেনমেন্ট! আর এখানেও গোটা ব্যাপারটায় এন্টারটেনমেন্টই শেষ কথা ! তাই 2.0 দেখতে যাওয়া আগে পৃথিবীর সমস্ত লজিক, কারণ-কার্য সম্পর্ক বিসর্জন দিয়ে যাওয়াই ভালো ৷ কারণ, এই ছবি শুধু মুগ্ধ হয়ে গ্রাফিক্সের কারসাজি দেখার ছবি!রজনী ও পরিচালক শঙ্কর, যখনই হাত মিলিয়েছেন, তখনই ভরপুর গ্রাফিক্স ও চূড়ান্ত বিনোদন উপহার দিয়েছেন ৷ 2.0 এর থেকে বঞ্চিত নয় ৷ তাই গল্প হিসেবে বা ছবির শৈলি হিসেবে নতুন কিছু দিতে পারে না 2.0 ৷ তবে রজনীর এই নতুন ছবিতে যা রয়েছে তা হল টানটান চিত্রনাট্য ৷ আর রজনীকান্ত ও অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয় ! তাহলে কী দক্ষিণের থালাইভার পাশেও নিজেকে প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন অক্ষয় ? উত্তর, হ্যাঁ ! 2.0 ছবি যতটা রজনীর, ততটাই অক্ষয়ের ৷ আলাদা বলতে, একজন ছবির নায়ক, আরেকজন খলনায়ক ৷ছবির প্রথমভাগ অবশ্য নিজের হাতের মুঠোয় রেখেছেন রজনীকান্ত ৷ তবে দ্বিতীয়ভাগ কিন্তু একেবারেই অক্ষয়ের৷ আর এই দ্বিতীয়ভাগেই নিজেকে উজাড় করে দিয়েছেন অক্ষয় ৷পরিচালক শঙ্করের ‘রোবোট’ ছবি যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় 2.0 ৷ বিজ্ঞানী ভাসিগরন, ‘এভিল চিট্টি’ ও ‘গুড চিট্টি’ এবং পক্ষীরাজা (অক্ষয়কুমার)-এর শক্তির লড়াই এই ছবির প্লট ! এই ছবিতে না রয়েছে কোনও ট্যুইস্ট, না রয়েছে কোনও সারপ্রাইজ ৷ তবুও গোটা আড়াই ঘণ্টার ছবিটি আপনি মুগ্ধ হয়ে দেখবেন গ্রাফিক্স ও রজনীকান্তের জন্যই ৷ যদি সমীকরণ মাপা যায়, তাহলে কিন্তু সত্যিই থালাইভার কাছে হেরে গিয়েছেন বলিউডের খিলাড়িকুমার ৷

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত