এলজির প্রথম ৫ জি ফোন

Reading Time: < 1 minute

 

বাজারে এসেছে এলজি-র ফ্ল্যাগশিপ ভি৫০থিনকিউ (V50 ThinQ)। এই ফোনে থাকবে ৫জি ইন্টারনেট।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে এই ফোন নিয়ে এসেছে কোরিয়ান কোম্পানি এলজি।

এই ফোনটির ফিচারগুলো দেখে নেয়া যাক। এই ফোনে আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এই চিপসেটে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হয়েছে ফোনটি।

এলজি ভি৫০ থিনকিউ (LG V50 ThinQ)-তে যা আছে:

ফোনটিতে আছে একটি ৬.৪ ইঞ্চি POLED ডিসপ্লে। এটি একটি কোয়াড এইচ ডি ডিসপ্লে। ফোনের ভিতরে স্ন্যাপড্রাগন ৪৫৫ চিপসেট, ৬জিবি র‌্যাম আর ১২৮জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে মোট পাঁচটি ক্যামেরা আছে। ফোনের পেছনে তিনটি ও সামনে দুটি ক্যামেরা ব্যবহার হয়েছে। পেছনে প্রাইমারি ক্যামেরার সাথেই থাকছে একটি টেলিফটো ক্যামেরা আর আর একটি ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরায় থাকছে একটি ওয়াইড লেন্স।

ফোনটির ভেতরে একটি ৩৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট। ফোনটিতে চলবে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম।

ইউনিবডি ডিজাইনে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের পিছনে ক্যামেরার নীচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অর্থাৎ এই বছর বাজারে আসা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো LG V50 ThinQ ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না।

সেলফি ক্যামেরায় একটি ওয়াইড লেন্স আর একটি RGB সেন্সর থাকছে। থাকছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>