আনুমানিক পঠনকাল: 3 মিনিট
দোসরা সেপ্টেম্বর থেকে সাতাত্তরতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেলো। ফাঁকা আসন সত্ত্বেও অতিমারীর বিশ্বে আশার কথা-ই বলতে চেয়েছেন আয়োজকেরা। আঠারোটা চলচ্চিত্র লড়বে সোনার সিংহের জন্য। এক ঝলক দেখা যাক ছবিগুলোকে।
১
লে সোরেলে মাকালুসো (দ্য মাকালুসো সিস্টার্স, ইতালি)
পালের্মোর পাঁচ বোন একত্রিত হচ্ছে পারিবারিক শেষকৃত্যের অনুষ্ঠানে। একে কেন্দ্র করেই গল্প আবর্তিত হয়।
পরিচালক: এমা দান্তে
২
‘দ্য ওয়ার্ল্ড টু কাম’ ( আমেরিকা)
উনবিংশ শতকের নিউইয়র্কের পটভূমিতে সিনেমা। এক দম্পতি ফার্ম করছেন, নারী প্রতিবেশির প্রেমে পড়লেন।
পরিচালক: মোনা ফাস্টওয়াল্ড
৩
‘নুয়েভো অর্ডেন’/দ্য নিউ অর্ডার (মেক্সিকো/ফ্রান্স)
মেক্সিকোর পটভূমিতে অর্থনৈতিক অসাম্যের ডিস্টোপিয়ান সিনেমা।
পরিচালক: মিশেল ফ্রাংকো
৪
‘আমান্তাস’/লাভার্স ( ফ্রান্স)
লিসা আর সাইমনের গল্প। সাইমন প্যারিস পালানোর তিন বছর পর আবার দেখা হলো। তারপর?
পরিচালক: নিকোল গার্সিয়া
৫
‘লায়লা ইন হাইফা’ ( ইসরায়েল/ফ্রান্স)
হাইফা ক্লাবে পাঁচ রমণীর এক রাতের গল্প। এখানে ক্লাবটাই যেন প্রোটাগনিস্ট।
পরিচালক: আমোস গিতাই
৬
‘ডোরোগি তোবারিসি!’/ডিয়ার কমরেডস (রাশিয়া)
নোভোচেরকাস্ক, সোভিয়েত রাশিয়ায় ১৯৬২ সালের শ্রমিক ধর্মঘটের সময় ছাব্বিশ জন প্রতিবাদকারীকে সোভিয়েত পুলিশ গুলি করে হত্যা করে৷ সোভিয়েতের পটল ক্ষেতে যাওয়ার আগ পর্যন্ত আড়ালে ছিলো। সত্য ঘটনা অবলম্বনে
পরিচালক: আন্দ্রেই কনচালস্কি
৭
‘স্পাই নো সুমা’/ওয়াইফ অফ এ স্পাই (জাপান)
পটভূমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মাঞ্চুরিয়ায় আগ্রাসন। কোবে শহরের ব্যবসায়ীর বউয়ের ভালোবাসা পরীক্ষার সামনে কেন না দৃশ্যপটে আরেক মহিলার আবির্ভাব
পরিচালক: কিয়োশি কুরোশাওয়া
৮
‘খোরশিদ’/সান চিল্ড্রেন ( ইরান)
আলি আর তার বন্ধুরা পরিবারের জন্য খাটে। আলি যখন একটা মাটির নিচের সম্পদ পায় তখন কি ঘটে সেটিই দেখার
পরিচালক: মাজিদ মাজিদি
৯
‘পিসেস অফ উইম্যান’/কানাডা, হাঙ্গেরি
মার্থা আর সিন, বোস্টনের দম্পতি, জন্মের সময় তাদের নবজাতক মারা গেলো। শোকসন্তপ্ত মা স্বামী, নিজের মায়ের সাথে সম্পর্ক জারি রাখার পাশাপাশি কোর্টে ধাত্রীর মুখোমুখি দাঁড়ালো।
পরিচালক: কর্নেল মানড্রাকজো
১০
মিস মার্ক্স /ইতালি, বেলজিয়াম
মার্ক্সের কনিষ্ঠা কন্যা এলিয়ানরের গল্প
পরিচালক: সুসানা নিকিয়ারেলি
১১
‘প্যাডরেনোস্ট্রো’/ইতালি
দশ বছরের বালক আর তার মা দেখে ফেলে বাপের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ। তাদের জীবন পাল্টে যায়৷
পরিচালক: ক্লডিও নোচ
১২
‘নতুর্নো’/ইতালি, ফ্রান্স, জার্মানি
ইরাক, কুর্দিস্তান, সিরিয়া, লেবাননের সীমান্তে তিন বছর ধরে দৃশ্য ধারণ করা হয়েছে। চারপাশের ভায়োলেন্স সত্ত্বেও মানুষ বাঁচতে চায়। ডকুমেন্টারি।
পরিচালক: জিয়াফ্রাংকো রোসি
১৩
‘স্নিগু জুজ নিগবাই নি বেডজি’/নেভার গোনা স্নো এগেইন/পোলান্ড জার্মানি
ইউক্রেনের জিনিয়ার আধ্যাত্মিক গুরু হওয়ার গল্প
পরিচালক: মালগোরজাতা জুমোস্কায়া আর মিশাল ইংল্যারট।
১৪
দ্য ডিসিপল/ভারত
শরদ, এক ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পীর জীবনের সাধনার গল্প।
পরিচালক: চৈতন্য তামহানে
১৫
‘উন্ড মর্গেন ডাই গাঞ্জে ভেল্ট’ (এন্ড টুমরো দ্য এন্টায়ার ওয়ার্ল্ড)/জার্মানি, ফ্রান্স
জুলিয়া ভন হেইঞ্জের একটি ফ্যাসিবাদবিরোধী চলচ্চিত্র। লুইসা ও তার বন্ধুদের গল্প
১৬
‘কুয়ো ভাদিস আইডা?’/বসনিয়া হার্জেগোভিনা
আইডা একজন জাতিসংঘ শান্তিমিশনের অনুবাদক। ১৯৯৫ সালের সত্য ঘটনা অবলম্বনে জেসমিলা ব্যানিকের সিনেমা।
১৭
নোমাডল্যান্ড/ইউ এস
যাযাবর ফার্নের গল্প পরিচালক ক্লোয়ে ঝাও বলছেন।
১৮
‘ইন বিটুইন ডাইং’/আজারবাইজান, ইউ এস
দাভুডের আত্ম অনুসন্ধানের সিনেমা। সে একজন যুবক। হিলাল বেদারভের ফিল্ম।
মূল লড়াইটা মাজিদ মাজিদি, আমোস গিতাই এবং জুলিয়া ভন হেইঞ্জের মধ্যেই হবে বলে মনে হচ্ছে। যদিও প্রতিযোগিতার চেয়ে এই ‘নতুন স্বাভাবিক’ -এ অন্য অনেক কিছু বাতিলের মতো এটাও যে হলো না সেটিই আনন্দের৷ আমরা আপাতত ইউটিউবেই কিছু কিছু ঝলক দেখতে পারবো৷ কিছুদিন পর পরম বন্ধু টরেন্ট!
কবি,কথাসাহিত্যিক