আনুমানিক পঠনকাল: 3 মিনিটসেইখানে তবু থেমে গেছে রোদ্দুর
ব্যথা আর বেদনার মৃত্যু হলে
গাছের বাকলে লেখা নাম মুছে গেলে
মিথ্যে করে লেখা চিঠিটির জন্য
জেনে গেছি, সীমারেখা ভেঙে ফেলেছে
তবু মাটির সিথানে হেঁটে যেতেই বুঝেছি
এখানে অনেক রাত বিছানা পেতেছে অন্ধকার
চোখের ভেতর এক জড়িয়ে যাওয়া
রাস্তা সাদা শালুকের মতো ভেসে থাকে,
দু’চোখের আকুতিতে ডুবে গেছে হয়তো!
বিস্মৃতি এসে ওষ্ঠ ও অধরে আশ্রয় করে নিলে
ব্যাকুলতা লীন হয়ে যায় জেনেও
ললাটের রেখাগুলো মুছে দিতে চাও?
একদিন তুমি বলেছিলে, কবিতা তো শান্তির জন্যই
আটা থেকে তৈরি হয় রুটি আর শান্তি থেকে জন্ম হয় কবিতার
তাই যুদ্ধ ও আগুন লাগানোর দল,
পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘুরে মরে।
যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই
বায়রন প্রাণ দিয়েছিল গ্রিসে
তরবারিবিদ্ধ পুশকিনের নিষ্প্রাণ দেহটি পড়েছিল খোলা উদ্যানের মধ্যে
ফ্যাসিস্টরা খুন করে মহত্তম কবি ফেদেরিকো লোরকাকে,
এসবের মধ্যেও তো তুমি বেঁচে ছিলে আলবের্তি
যদিও তোমাকে বহুবার বহুভাবে মারার চক্রান্ত করা হয়েছিল
গ্রানাদায়, বাদাহোসে মৃত্যুফাঁদ পাতা হয়েছিল
এমনকি তোমার গ্রামের বাড়িতেও হানা দিয়েছিল নেকড়ের দল
মাদ্রিদের রাস্তায় চলতে চলতেই
জনতার কাঁধে কাঁধ মিলিয়ে হারিয়ে গেছ তুমি,
জন্মেছিলে সমুদ্রের সংগীতের মধ্যে
শীতকালে ফোটা লাল গোলাপের মতোই মাধুর্য
সেই গোলাপের উজ্জ্বল্যের আভা
ছড়িয়ে পড়তো এস্পানিয়ার রাস্তায়
যেখানে চলতো ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ
তুমি বলেছিলে, বিড়ালের জীবনের মতোই
কঠিন প্রাণপ্রাচুর্য সম্পূর্ণ কবিতার মৃত্যু নেই
টেনে-হিঁচড়ে, থুতু ছিটিয়ে মশকরা করা যায়
জেলে ভরে রাখা যায়, হয়তো বা নির্বাসনে দেওয়া যায়
গুলি চালিয়ে জখম করা যায়, তবু কবিতা কখনো মরে না।
বরং সে তার সৌন্দর্যকে দিকদিগন্তে ছড়িয়ে দিয়েই
নবান্নের হাসি নিয়ে চিরদিন বেঁচে থাকে।
কবি ও গল্পকার।
লেখক পরিচিতি ।। ফারহানা রহমান
ফারহানা রহমান মূলত কবি। তবে তিনি কবিতার পাশাপাশি গল্প, অনুবাদ, প্রবন্ধ লিখেন। এছাড়াও তিনি নানা বিষয়ে গদ্যও লিখে থাকেন। চলচ্চিত্র সমালোচনাতেও আগ্রহ রয়েছে। ১৯৭২ সালের ১৩ আগস্টে ঢাকায় জন্ম। বেড়েও উঠেছেন ঢাকায়। ইডেন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। মাঝে কয়েক বছর শিক্ষকতা এবং একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করার পর এখন পারিবারিক ব্যবসায়ের সঙ্গে যুক্ত। তিনি বই পড়তে, মুভি দেখতে ও ভ্রমণ ভালোবাসেন।
তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে—
কবিতা—
১। অপরাহ্ণের চিঠি (এক রঙা এক ঘুড়ি, ২০১৬)
২। অপেরার দিনলিপি ( চৈতন্য, ২০১৭)
৩। লুকিয়ে রেখেছি গোপন হাহাকার ( অনুপ্রাণন, ২০১৯)
৪। অসীমের ঘোর লাগা ঠোঁটে (মাওলা ব্রাদার্স, ২০২৩)
গল্প—
১। শ্রেণীশত্রু (পরিবার, ২০২০)
২। শেষ কার্নিভ্যাল (অনুপ্রাণন, ২০২৩)
অনুবাদ—
১। বিশ্ব সাহিত্যের কয়েকটি সেরা গল্প ( মাওলা ব্রাদার্স, ২০২২)
২। অ্যাডোনিসের কবিতা (বিভাস প্রকাশন, কলক্কাত, ২০২৪)
চলচ্চিত্র—
১। বিশ্বসেরা সিনামা কথা ( খড়িমাটি, ২০২০)
যৌথ কাব্যগ্রন্থ —
১. দিপাঞ্জলি – ২০১৭
২. মনোরথ- ২০১৮
ই- মেইল : [email protected]
পুরস্কারঃ
১. কবিতা করিডোর (২০২০)
২. চর্যাপদ সাহিত্য একাডেমি পুরষ্কার (২০২১)
Related