এফ আর টাওয়ারের আগুনে মৃত ২৫

Reading Time: < 1 minute

ফের বাংলাদেশের বহুতলে আগুন। রাজধানী ঢাকার বনানীতে এফআর টাওয়ার নামে একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে। শুধু তাই নয়, সেখানে শতাধিক মানুষের আটকে থাকার সম্ভাবনা। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। মৃতের সংখ্যা আরও অনেক হতে পারে, এমনই আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বিশাল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতর।


জীবন বাঁচাতে বেশ কয়েকজন উঁচু থেকে লাফ দিয়েছেন বলে জানা যাচ্ছে। আগুন লাগা এফআর টাওয়ারের বিভিন্ন তলার জানালা থেকে হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানাতে দেখা গেছে আটকে পড়া ব্যক্তিদের। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এফআর টাওয়ারে আগুন লাগার পর ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ১৭ তলা। এফআর টাওয়ারের অষ্টম তলায় প্রথম আগুন লাগে বলে জানা গেছে। তবে কারণ সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়। আপাতত ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।
গার্মেন্টের বায়িং হাউজ ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস, বিক্রয় কেন্দ্র, রেস্তোরাঁ ও একটি কনভেনশন সেন্টার রয়েছে ওই ভবনে। সেসব প্রতিষ্ঠানে মোটামুটি কত মানুষ কাজ করেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>