আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আচ্ছা এমনও তো হয়..
থেমে যায় সমস্ত গতকাল আজকের চৌকাঠে
ঝিমধরা মুদ্রায় সারা দুপুর চাদরের গায়ে আঁকিবুঁকি কাটে
ধরো, যা কিছু বলা হয়নি তোমায় সেইসব শব্দগুলো অনাবৃত উচ্ছ্বাসে কোনো গোধূলির কপোল বেয়ে চুঁইয়ে পড়ে অদ্ভুত বিষ্ময়ে…
তারপর
বড় নেশা আর নেশা…
:
:
এখনও জাগোনি তুমি?
দ্যাখো, রাতজাগা চোখের শিয়রে স্বপ্নরা এভাবেই এসে দাঁড়ায়…
আর বারবার কড়া নেড়ে গেয়ে যায় চেনা পালাগান আগামীর কানে কানে..