সাহিত্যিক অদ্রীশ বর্ধন প্রয়াত

Reading Time: < 1 minute

‘প্রফেসর নাটবল্টুচক্র’ ৷ বিজ্ঞানের জগতে ছোটদের মন টানার জন্য এবং হাসির মোড়কে বৈজ্ঞানিক অ্যাডভেঞ্চারের নায়ক ‘প্রফেসর নাটবল্টুচক্র’-কে তৈরি করেছিলেন তিনি ৷ মঙ্গলবার সকালে মৃত্যু হল সেই বিখ্যাত সাহিত্যিক অদ্রীশ বর্ধনের ৷

বার্ধক্যজনিত কারণে গত বেশ কয়েকবছর ধরেই অসুস্থ ছিলেন অদ্রীশ বর্ধন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর ৷ বাঙালি বৈজ্ঞানিক যে ফেলনা নয়, সেটা বোঝানোই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য ৷ হাসি-কৌতুকের মোড়কে প্রফেসর আর দীননাথের কাহিনী শুধু ছোটদেরই নয় ৷ বড়দেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ৷ ইন্দ্রনাথ রুদ্র, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবন্টু চক্র, রাজা কঙ্ক, জিরো গজানন, চাণক্য চাকলারা আজও মানুষের মনের কোণে জায়গা করে নিয়েছে ৷

সূত্রঃ নিউজএইটটিন

.

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>