Categories
এই পৃথিবী ঘুরে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
প্রকৃতিরই নিয়ম মেনে
ঘাসের চাদর হলো
ছোট্ট শিশু মা’য়ের কোলে
আদর সোহাগ পেলো।
সূর্য্য থেকে আলো নিয়ে
চাঁদ মামাটা হাসে
চাঁদের আলো মিষ্টি আলো
সবাই ভালোবাসে।
সুরুজ আছে নিজের স্থানে
এই পৃথিবী ঘুরে
চলছে নদী নিরবধি
কুলুকুলু সুরে।
