আবদুর রবের তিনটি কবিতা
জোনাকির ছায়া
অসুখ
যতই পালিয়ে থাকি, মুখোমুখি হই
নিজের সমস্ত অসম্পূর্ণতার সাথে।
এতদিন ছোট ছোট যে দেওয়াল
তুলেছি নিজের মধ্যে, সেগুলিই আজ হয়ে
উঠেছে নিজেরই কারাগার।
প্রমিত অভ্যাসগুলি স্বাভাবিক ভেবে
গলা টিপে শেষ করে দিতে
চেয়েছি— সমস্ত সম্ভাবনা।
বেড়ে ওঠা চিন্তা মনটাকে
কতটা উন্মুক্ত করে দেয় জানি না। কেবল
একটু স্বস্তির জন্য তাকে ছেড়ে দিই
সুদূরের পানে। যা-কিছু ঘটুক
কথার বাঁধনে বেঁধে ফেলি
ভুলে যাই, কথা তো ফুরিয়ে যায়
আপনা আপনি!
জীবনের উত্থান পতনগুলি
শুধু দূরে ঠেলে দেয়
তবু কাছে আসার বাসনাটাই হয়েছে প্রবল।
বয়স্ক না হলে বোঝাই যায় না
বেড়ে ওঠা কতটা সুখের
কতটা বেদনার!
পাতা ঝরা দেখে মনে পড়ে,
পরিবর্তনগুলি ঘটে স্বনিয়মে।
অভিজ্ঞতাচক্র ঘুরতে থাকে
রূপান্তর অভিমুখে।
সকল উদ্বেগ উৎকন্ঠা গোপন অসুখ
যতটা ভেষজ গুণ আছে তাই দিয়ে সেরে উঠি
এইসব গোপন অসুখ!
সম্পর্ক

জন্ম ৩০ জুন ১৯৬১ সালে। পৈত্রিক নিবাস যশোর। বর্তমান বসবাস ঢাকায়। পেশায় অর্থনীতিবিদ, একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানে কর্মরত। ৩৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এ পর্যন্ত নয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৮৪ সালে প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রন্থ ‘পূর্ণ প্রাণ যাবো’। অন্যান্য কাব্যগ্রন্থ: কে ঘুমায় কে জাগে (১৯৯৪); রূপান্তরের গান (২০০৩); আপেলসূত্র (২০১৪) ও বৃষ্টি থামার অপেক্ষায় (২০২০)। এছাড়া ছোটদের জন্য চীনা গল্পের তিনটি অনুবাদ গ্রন্থও আছে। এগুলো প্রকাশিত হয় ২০০৪ সালে। বিদ্যাপ্রকাশ থেকে ২০১৭ তে প্রকাশিত হয় অনুবাদ কবিতার বই ‘বৃষ্টির ভেতর এক গলিপথ’।