আবদুর রবের তিনটি কবিতা

Reading Time: 2 minutes

 

 

জোনাকির ছায়া

 

সময় জানিয়ে দেয়
তোমাদের নগর পরিকল্পনায় আমি
কোথাও থাকবো না;
আমাকে ছাড়াই একে একে গড়ে উঠবে
নতুন শহর ও উপশহর।
সেইসব শহরের সিগন্যালে কারা
অপেক্ষা করবে,
আদৌ কোনো সিগন্যাল থাকবে কিনা জানি না।
অনেকটা সময় গেল,
অভিবাসনের চেষ্টায়।
অনেক চীৎকার চেঁচামেচি আর প্রচেষ্টা দিয়ে
গড়ে ওঠা অর্জনগুলিও
ফেলে আসতে হয়।
শেষ কবে জোনাকি দেখেছি
মনে নেই, শুধু মনে আছে
একদিন তার নীল আলো
জ্বলে উঠেছিলো
আমার বুকের অন্ধকারে।
আমি তাই আজও
জোনাকির ছায়া হয়ে
রয়েছি এখানে…।
 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

অসুখ

 

যতই পালিয়ে থাকি, মুখোমুখি হই
নিজের সমস্ত অসম্পূর্ণতার সাথে।
এতদিন ছোট ছোট যে দেওয়াল
তুলেছি নিজের মধ্যে, সেগুলিই আজ হয়ে
উঠেছে নিজেরই কারাগার।
প্রমিত অভ্যাসগুলি স্বাভাবিক ভেবে
গলা টিপে শেষ করে দিতে
চেয়েছি— সমস্ত সম্ভাবনা।
বেড়ে ওঠা চিন্তা মনটাকে
কতটা উন্মুক্ত করে দেয় জানি না। কেবল
একটু স্বস্তির জন্য তাকে ছেড়ে দিই
সুদূরের পানে। যা-কিছু ঘটুক
কথার বাঁধনে বেঁধে ফেলি
ভুলে যাই, কথা তো ফুরিয়ে যায়
আপনা আপনি!

জীবনের উত্থান পতনগুলি
শুধু দূরে ঠেলে দেয়
তবু কাছে আসার বাসনাটাই হয়েছে প্রবল।
বয়স্ক না হলে বোঝাই যায় না
বেড়ে ওঠা কতটা সুখের
কতটা বেদনার!
পাতা ঝরা দেখে মনে পড়ে,
পরিবর্তনগুলি ঘটে স্বনিয়মে।
অভিজ্ঞতাচক্র ঘুরতে থাকে
রূপান্তর অভিমুখে।
সকল উদ্বেগ উৎকন্ঠা গোপন অসুখ
যতটা ভেষজ গুণ আছে তাই দিয়ে সেরে উঠি
এইসব গোপন অসুখ!

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

সম্পর্ক

 

সম্পর্ক সত্য জিজ্ঞাসা, দর্শন।
কীভাবে মানুষ বেঁচে থাকবে
তারই অনুসন্ধান।
ক্রমবর্ধমান দূরত্বের মাঝখানে
সম্পর্কগুলি উড়াল সেতু।
সম্পর্ক সমীকরণের নীরব অংশ সন্দেহ—
অন্ধকার গোপন টানেল।
সম্পর্ক যখন শেষ হয়ে যায়
আয়না এসে গল্প শুরু করে,
হারানো সেইসব দিনগুলি নিয়ে।
তখন হৃদয় কেবল
ততটুকু ব্যাকুল হয় যতটা ব্যাকুল হলে
পৃথিবীতে প্রেম বলে কিছু থাকে।
সম্পর্ক শেষ হয়ে গেলে
হাসি-কান্না- দীর্ঘশ্বাস সব পড়ে থাকে,
ঝরা পাতা…!
টুথপেষ্ট, সাবান, কিংবা
পারফিউমের খালি বোতলের ভিতর
সম্পর্ক থেকে যায় অদৃশ্য সম্পর্ক হয়ে।
সম্পর্ক শেষ হয়ে গেলে
সবকিছু শেষ হয়ে যায় না;
দূর থেকে দূরতর গ্রহতারা, কবিতা, শব্দ কিংবা
তুলির আঁচড় হয়ে থেকে যায়
সম্পর্কহীন র্পৃথিবীতে…।
 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>