২০১৮ সাহিত্যবর্ষের আদম সন্মাননাঃ তিন কবির নাম ঘোষণা

Reading Time: < 1 minute

আদম সাহিত্য সন্মাননার নাম ঘোষণা করেছে আদম পত্রিকা ও প্রকাশনা। গৌতম মন্ডল তাঁর ফেইসবুক স্টেটাসে জানান-

“আদম জন্মলগ্ন থেকেই আড়ালে থাকা বিশিষ্ট কবিদের পাশাপাশি তরুণ কবিদেরও কবিতা,কবিতাভাবনা,গ্রন্থ-আলোচনা এমনকি তাঁদের সাক্ষাৎকার তো প্রকাশ করেইছে,প্রকাশ করেছে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তাঁদের কাব্যগ্রন্থও।আর যাঁরা,যেসব তরুণ কবিরা বাংলা কবিতার যে গতানুগতিক ধারা তার বাইরে দাঁড়িয়ে নতুন পথের সন্ধানে রত রয়েছেন তাঁদেরকে আদম জ্ঞাপন করেছে আদমসম্মাননা। ২০১৮ সাহিত্যবর্ষের জন্য আগামী ডিসেম্বরে ভারতবর্ষের তিনজন তরুণ কবিকে এই সম্মাননা জ্ঞাপন করা হবে।এঁরা হলেন :

হিমালয় জানা,দীপান্বিতা সরকার এবং জগন্নাথদেব মণ্ডল।

তিন তরুণ কবিকেই আদম পত্রিকা ও প্রকাশনার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।”

ইরাবতী পরিবার তিন কবিকে জানায় শুভেচ্ছা। আদম পত্রিকা ও প্রকাশনার প্রতি রইল নিরন্তর শুভকামনা।

.

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>