| 14 সেপ্টেম্বর 2024
Categories
কবিতা সাহিত্য

কবিতা: আল মাহমুদ । সাজ্জাদ সাঈফ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
মৌন শিরার ভিতর কে সে, চমকালো ঘাটলায়!
নদীরা দু’ধারে চায়, চোখ তুলে চারদিকে চায়;
গানের ঘুড়িকে ডেকে, সুর খুলে রাখছে নাটাই।
চেনা জানা কিছু নাই এসে কবিতার ভাষায় দাঁড়াই!
তিতির গড়ানো ধুলা, ক্রন্দনে মিথের ঘোড়া
অবেলায় কাহারে যে ডাকে, কেউ কেউ দিচ্ছে সাড়া!
দেয় ঘাসে আলতো চুমুক, গিলে নেয় সবুজ শিশির;
এই গাঁয়ে আসি নাই আমি, চুল খোলা আয়েশা বিবির
দেখি নাই ঢেঁকির চালনা, কাছেপিঠে পুঁথি বিড়বিড়
শুনেছি, শুনেই চোখে, ভেসে ওঠে পাঁজর মাঝির!
 
আর্দ্রতা মাটিতে যারে, রুয়ে দিবে আজ নহে ঝুট!
ভাষার শিকড় গেঁড়ে, থাকবেন আল মাহমুদ।
যে তাঁকে চ্যুতির দোষে রুখে দেয় একাডেমি-গেট;
যে তাঁকে জানায় কবি, ‘এইখানে জানাজা পাবা না, তুমি’
তাহাদের ‘মুখোশপ্রতিভা’, স্পষ্ট, ফলভারী-রেট;
মাহমুদ, আরণ্যক কবি, বনের টিয়ারা কাঁদে, কাঁদছে তরণী।’
error: সর্বসত্ব সংরক্ষিত